সর্বশেষ:-  
                            
                            
                     প্রচ্ছদ /
                   অর্থ ও বাণিজ্য, আইন আদালত, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, চরভদ্রাসন, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, ফরিদপুর, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ                
                চরভদ্রাসনে গাছ কাটার বিরোধে গৃহবধূকে নির্যাতনসহ শীলতাহানীর অভিযোগ
																
								
							
                                
                              							  প্রতিনিধির নাম									
								
                                
                                - আপডেট সময়- ০৫:৩৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ ১৮৮ বার পড়া হয়েছে
 
আহম্মেদ আল ইভান,ফরিদপুর প্রতিনিধি ।।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ৪ নং গাজিরটেকের  চর-অযোধ্যা মইজুদ্দিন মোল্লার ডাংগী গ্রামে মঙ্গলবার ২৪ ডিসেম্বর সকাল ১১ টার দিক
গৃহবধু সুফিয়া বেগম (৪৫) এর উপর অমানুষিক নির্যাতন  করেছে একই গ্রামের ধুনা উল্লার ছেলে শেখ মুরাদ (৩৫) ও তার স্ত্রী আঙ্গুরী বেগম (২৫) শেখ সোনা উল্লার ছেলে শেখ রূপাই (২৮)
জানা গেছে, ৪ নং গাজীরটেকের চর অযোধ্যা মইজুদ্দিন মোল্লার ডাংগী গ্রামের শেখ বদরুদ্দিনের স্ত্রী সুফিয়া বেগম  (৪৫) এর বাড়ির সীমানার মেহগনি গাছের ডাল অংশবিশেষ প্রতিবেশী শেখ ধোনাউল্লার  অংশে বেঁকে যাওয়া সেই গাছের ঝুঁকিপূর্ণ অংশ কাটতে গেলে বাধা দেয়। প্রভাব শালীরা দাম্ভিকতায় আইন আদালত তোয়াক্কা না করে জবরদখল নেয়ার চেষ্টা করে।
এতে সুফিয়া বেগম বাধা দিলে মধ্যযুগী পর্যায়ে ও অ-মানসিক ভাবে শারীরিক ভাবে লাঞ্ছিত করে হেনস্তা করে। এ ঘটনায় সুফিয়া বেগম বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা স্থলে এসআই ওয়াসেক তদন্ত করেছেন।
এ ঘটনায় চরভদ্রাসন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুস আলী  চরভদ্রাসন উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে সুফিয়া বেগম কে দেখতে যান। এ সময় বিভিন্ন মিডিয়ার কর্মীদের সামনে বিএনপির
দুর্দিনের কান্ডারী  মাঠ কাঁপানো বিএনপি নেতা ও চরভদ্রাসন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুস আলী বলেন, সুফিয়া বেগম কে যে অমানবিক ভাবে নির্যাতন করছে এ ঘটনায় তীব্র নিন্দা জানাই এবং দোষী ব্যক্তিদের আইনি আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।
সুশীল সমাজ এ ঘটনা কে অমানবিক বলে অভিব্যক্ত করেছেন।দোষী  ব্যক্তিদের আইনের আওতায়া এনে আইননানুগ  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোড় দাবি জানাচ্ছে।
							
                            নিউজটি শেয়ার করুন..
 ট্যাগস:- 
                                                          
- 
                                    সর্বশেষ সংবাদ
 - 
                                    জনপ্রিয় সংবাদ
 
																			



































































































