সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, ক্যাম্পাস নিউজ, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, পটুয়াখালী, বরিশাল, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, শিক্ষাঙ্গন
গোপনে ছাত্রীদের ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট: অতঃপর
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৪:৪৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ২২১ বার পড়া হয়েছে
পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় অপ্রীতিকর এক ঘটনায় জড়িত থাকার অপরাধে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থী মুচলেকা দিয়ে প্রাথমিকভাবে ক্ষমা পেয়েছেন।
শিক্ষার্থী তিনজনই ওই স্কুলের এসএসসি ভোকেশনালের পরীক্ষার্থী।
সম্প্রতি স্কুল ক্যাম্পাসে এবং এর বাইরে ওই তিন শিক্ষার্থী তাদের জুনিয়র দুই ছাত্রীকে বিপদে ফেলতে সুকৌশলে দুটি ভিডিও চিত্র ধারণ করে এবং তা ফেসবুকে শেয়ার করে; যা চরমভাবে স্কুল এবং ঔই ছাত্রীদের অভিভাবকদের বিপাকে ফেলে দিয়েছে। বিষয়টি স্কুল কর্তৃপক্ষ আমলে নিয়ে শিক্ষকদের তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়। তদন্ত কমিটি ঘটনার সঙ্গে শিক্ষার্থীদের সংশ্লিষ্টের শনাক্ত করতে সক্ষম হয়। পরে স্কুল কর্তৃপক্ষ তাদের ভর্তি বাতিলসহ তাদের টিসি দেওয়ার সিদ্ধান্তে উপনীত হয়।
পরে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শিক্ষার্থীরা তাদের দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে পৃথক পৃথক আবেদন করে- যাতে আসন্ন এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ পেতে পারে। পরে তাদের অভিভাবকদের উপস্থিতিতে পৃথক পৃথক মুচলেকা দিয়ে প্রথমবারের মতো ক্ষমা পায় ওই শিক্ষার্থীরা।
এ ব্যাপারে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম জানান, কোনো প্রকার অন্যায়,অনিয়ম বরদাশত করা যাবে না। ভবিষ্যতে এ রকম কোনো ঘটনা ঘটলে কাউকেই ছাড় দেয়া হবেনা আর।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




































































































