সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আবহাওয়া ও জলবায়ু, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ সদর, নারী ও শিশু, নাসিক, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, সিদ্ধিরগঞ্জ
সিদ্ধিরগঞ্জে ৮ দফা দাবীতে পিএম গার্মেন্টস’র শ্রমিক বিক্ষোভ
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:২১:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চৌধুরীবাড়ী এলাকাস্থ পোশাক তৈরি কোম্পানি পিএম গার্মেন্টস’র শ্রমিকরা হঠাৎ ৮ দফা দাবীতে কর্মবিরতি করে রাজপথ দখল করে বিক্ষোভ সমাবেশ করে।
রবিবার ১০ নভেম্বর বিকেলে ‘পিএম গার্মেন্টস’ এর পোশাক শ্রমিকরা ৮ দফা দাবীতে কর্মবিরতি করে রাজপথে নেমে এসে প্রায় ২ ঘন্টা ব্যাপী বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় সড়কে যানবাহন চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকে এবং জনদূর্ভোগের সৃষ্টি হয়।
পিএম গার্মেন্টসের শ্রমিকদের অসন্তোষের সংবাদ পেয়ে এবং অনুরোধে অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ান শ্রমিক জাগরণ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট শ্রমিক জননেতা জাহাঙ্গীর আলম গোলক। এ সময় তিনি সকল শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তার নিখুঁত সমাধান দেন।
তিনি আরও বলেন, শ্রমিক জাগরণ মঞ্চ পিএম গার্মেন্টস’র শ্রমিকদের পাশে সব সময় আছে এবং থাকবে। শ্রমিক জননেতা জাহাঙ্গীর আলম গোলক শ্রমিক অসন্তোষের সমাধানের বিষয়ে গার্মেন্টসের মালিক রতন বাবু’র সাথে সাক্ষাৎ করেন। এরপর পিএম গার্মেন্টসের মালিক শ্রমিকদের সকল দাবী মেনে নেন। দাবী মেনে নেয়ার আশ্বাসে শ্রমিকরা আবার নিজ নিজ কাজে ফিরে যায়।
এ সময় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার মেজর আশরাফ ও সেনাবাহিনীর একাধিক সদস্য উক্ত স্থানে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সভাপতি আবু সাঈদ, শ্রমিক জাগরণ মঞ্চের নেত্রী জেসমিন আক্তার।
বর্তমানে ঐ কোম্পানিতে আর কোন শ্রমিক অসন্তোষ নেই বলে জানান গার্মেন্টসের কর্মকর্তা এজিএম মো. জাহাঙ্গীর ।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ