সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, প্রতিরক্ষা, বাংলাদেশ, বিজিবি
টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা ও অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৪:৫৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা, একটি ওয়ান শ্যুটার গান (এলজি) ও একটি রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে বিজিবি।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীন হ্নীলা বিওপি টহলদল জানতে পারে, মিয়ানমার থেকে মাদক নিয়ে একটি চালান বাংলাদেশের সীমান্ত অতিক্রম করতে পারে। এই তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপি টহলদল আনোয়ার প্রজেক্ট এলাকায় অবস্থান নেয়।
রাত ৯ টায় তিনজন ব্যক্তি একটি কাঠের নৌকায় সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে নাফ নদীর তীরের কেওড়া বাগানের দিকে অগ্রসর হলে বিজিবি ধাওয়া করে। এ সময় তাদের মধ্যে দুইজন নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারে পালিয়ে যায়। তবে একজনকে বিজিবি নৌকাসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
নৌকাটি তল্লাশি করে একটি ওয়ান শুটার গান (এলজি), একটি রাউন্ড গুলি এবং দুইটি প্লাস্টিকের ব্যাগে মোট ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত যুবকের পরিচয় মো. নূর রশিদ (২৫), তিনি টেকনাফের লেদা এফডিএমএন ক্যাম্পের ব্লক-এ’তে বসবাসরত মৃত সলিমুল্লার ছেলে।
জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন যাবৎ মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক পাচার করে আসছিলেন এবং এফডিএমএন ক্যাম্পের আবুল কালাম ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন অনৈতিক কার্যক্রমে যুক্ত ছিলেন।
গ্রেফতার যুবককে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, অস্ত্র ও গুলিসহ টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলার মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ