সর্বশেষ:-
ঈশ্বরদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ১১:২৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
মামুনুর রহমান,ঈশ্বরদী,পাবনা।।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) ঈশ্বরদী রেলগেটস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়। চেতনায় জাতীয়তাবাদ বিপ্লবই মুক্তি। বক্তারা বলেন, এই দিনে সিপাহী বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জেল থেকে মুক্ত করেছিলেন। আজকের এই দিনে জিয়া তোমার মনে পড়ে। খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। বিপথগামী সেনা সদস্যরা দিক-বিদিক ঘুরে বেড়াচ্ছিলেন। এই সময় জিয়াউর রহমানকে গ্রেফতার করেছিল। জিয়াউর রহমানকে গ্রেপ্তারের মাধ্যমে কালো অধ্যায়ের সৃষ্টি হয়। বক্তারা আরও বলেন, ফ্যাসিস সরকারের পনেরো বছরে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নির্যাতিত নিপীড়িত হয়েছেন এবং মিথ্যা মামলায় জড়িয়ে অন্ধকার কারাগারে আবদ্ধ করে রেখেছিলেন। আজও ঈশ্বরদী বিএনপির ৯ জন নেতাকর্মী কারাগারে অন্তঃর্নিহিত রয়েছেন। অবিলম্বে তাদের মুক্তি দাবি করছি।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ