সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, ক্যাম্পাস নিউজ, জেলা প্রশাসক কার্যালয়, দূর্নীতি দমন কমিশন(দুদক), দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, মুন্সিগঞ্জ, শিক্ষাঙ্গন
মুন্সীগঞ্জে আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র গভ.গালর্স স্কুলের শিক্ষকরা মেতেছে কোচিং বাণিজ্যে
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:১৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ১২ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।।
মুন্সীগঞ্জ শহরের আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গালর্স হাই স্কুলের(এভিজেএম)শিক্ষকরা কোচিং বাণিজ্য মেতে উঠেছে।নিজ শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদেরকে নিয়ে এখানে বেপরোয়া গতিতে কোচিং বাণিজ্য চলছে।কিন্তু এ বিষয়ে বিধি নিষেধ থাকা সত্বেও কোচিং বাণিজ্যের সাথে জড়িত শিক্ষকরা সেই আদেশ কোনভাবে মানতে নারাজ। আর তাতেই এখানে এ কোচিং বাণিজ্যের মাত্র বেড়ে গেছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।এ স্কুলের হিসাব বিজ্ঞানের শিক্ষক দীপক থাকেন স্কুলের কাছাকাছি মধ্যে কোটগাঁও এলাকাতে।সেখানে তিনি থাকেন একটি ভবনের চারতলাতে।সেখানে নিয়মিত কোচিং করার লক্ষ্যে স্কুলের মতো বেঞ্চও রাখা হয়েছে ভবনের ভিতরে।সেখানে একই স্কুলের বিভিন্ন পরীক্ষার খাতাপত্র সেই ভবনে দেখতে পাওয়া যায়।সোমবার দিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রায় ২০জন শিক্ষার্থী দীপক স্যারের কাছে কোচিং অংশ নেয়।কোচিং করে শিক্ষার্থীরা ফেরার পথে এ প্রতিবেদকের কাছে তারা কার কাছে কোচিংয়ে অংশ নিয়েছেন তখন তারা দাবি করেন দীপক স্যারের কাছে কোচিং করেছেন।তবে তারা তাদের নাম প্রকাশে ইচ্ছুক হননি।দীপক স্যারের কাছে দিনের বিভিন্ন সময়ে অতিমাত্রায় শিক্ষার্থীরা কোচিং করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।তাতে এখানকার শিক্ষার্থীরা বর্তমানে কোচিংয়ে নির্ভর হয়ে পড়ছেন।আর দীপক স্যার এ সুযোগে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা।আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ.গালর্স হাই স্কুলে ৫২জন শিক্ষক থাকার কথা।কিন্তু এখানে শিক্ষক আছে সর্বমোট ৩৮জন।আর মধ্যে ২৫জন শিক্ষকই কোচিং বাণিজ্যের সাথে জড়িত বলে এখানকার প্রধান শিক্ষক নুরে আলম দাবি করেছেন।আগামী ডিসেম্বর মাসে শ্রেণি অনুযায়ি বার্ষিক পরীক্ষা।তাই পিছিয়ে পড়া কিংবা আরো ভালো ফলাফলের আশায় শিক্ষার্থীরা ঝুঁকে পড়ছেন কোচিংয়ের দিকে। আর সেই সুযোগ নিচ্ছেন শিক্ষকরা।আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ.গালর্স হাই স্কুলের শিক্ষক বলেন,আমি কোন কোচিং করাই না।তখন তার দৃষ্টি আকর্ষন করা হয় বেঞ্চের দিকে।এ বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি।আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ.গালর্স হাই স্কুলের শিক্ষক দীপক ডে শিফটে এখানে শিক্ষকতা করেন।আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ.গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক নুরে আলম বলেন,শহরের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের কোচিং পড়ানো বন্ধ হলেই আমার এখানের শিক্ষক্ষদের কোচিং বন্ধ হয়ে যেতো বলে তিনি জোর দাবি করেন।শিক্ষকদের কোচিং বাণিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে তার কোন ব্যবস্থা নেয়ার বিধান আছে কিনা তখন তিনি ঘুরিয়ে পেছিয়ে উপরের উল্লেখিত বিষয়ে তখন আলোকপাত করেন সমগ্র কোচিং নিয়ে।তাতে এ বিষয়টি প্রতিয়মান হয় যে,তিনি এটিকে সমর্থন করেন।ম্যাধমিকের জেলা শিক্ষা অফিসার মো: ইসমাইল হোসেন বলেন,সোমবার দিনে আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ.গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষককে কোচিংয়ে বিষয়ে নিজ শিক্ষা প্রতিষ্ঠান ব্যতিত অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে পড়াতে পারবে বিধি অনুযায়ি এ ধরণের ঘোষণা প্রচারের আদেশ জারি করার জন্য শিক্ষকদের মাঝে অনুরোধ জানিয়েছেন বলে তিনি দাবি করেছেন।