সাবেক হুইপ মাহবুব আরা গিনি গ্রেপ্তার
- আপডেট সময়- ১২:৩১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
সাবেক হুইপ মাহবুব আরা গিনি গ্রেপ্তার
ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)।
জানা যায়, গত সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকার ধানমণ্ডি থেকে তাকে গ্রপ্তার করে ঢাকা মহানগর পুলিশ।
নবম জাতীয় সংসদে আওয়ামী লীগের হয়ে প্রথম সংসদে যান মাহবুব আরা বেগম গিনি। ওই সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এবং গ্রন্থাগার কমিটির সদস্য ছিলেন তিনি। এরপর দশম জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পেয়েছিলেন এ সংসদ সদস্য।
মঙ্গলবার, ১ অক্টোবর ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, সোমবার মধ্যরাতে ধানমণ্ডি থেকে সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করেছে ডিবি। তার বিরুদ্ধে ঢাকায় ও গাইবান্ধায় কয়েকটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর একে একে গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাসহ প্রায় ৫০ জন এখন কারাগারে রয়েছেন। এর মধ্যে সর্বশেষ সাবেক এ সংসদ সদস্য কে গ্রেপ্তারের খবর এলো পুলিশ প্রশাসন থেকে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ