রূপগঞ্জের কায়েতপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান জায়েদ আলী গ্রেপ্তার
- আপডেট সময়- ০৬:৪২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
রূপগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জায়েদ আলীকে (৬০) গ্রেফতার করেছে র্যাব-১ এর একট। চৌকস অভিযানিক দল।
বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর রামপুরার বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১ এর কোম্পানী কমান্ডার সিপিসি-৩ (পূর্বাচল ক্যাম্প) মেজর আবির হোসেন জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নব কিশলয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া নিহতের ঘটনায় দায়ের করা মামলায় রাজধানীর বনশ্রী এলাকা থেকে সাবেক কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান জায়েদ আলীকে আটক করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন, একটি ঘড়ি ও নগদ ৩৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
প্রসঙ্গত উল্লেখ্য যে , গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের খবরে ছাত্র জনতার আনন্দ মিছিল চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পিস্তল, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র নিয়ে রূপগঞ্জের চনপাড়া এলাকার জনকল্যাণ স্কুলের সামনে ছাত্র জনতার ওপর গুলি সহ হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায়।তখন সন্ত্রাসীদের গুলিতে আহত রোমান মিয়াকে স্থানীয় পূর্বগ্রাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় রোমান মিয়ার খালা বাদী হয়ে ৪৫ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার অপর আসামী সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক বর্তমানে জেল হাজতে রয়েছেন।
জানা গেছে, গ্রেফতারকৃত সাবেক ইউপি চেয়ারম্যান জায়েদ আলীর বাড়ি কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রামে। তার পিতার নাম মৃত নোয়াব আলী।কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ