হাজারো মানুষের হৃদয়ের মনিকোঠায় বেঁচে আছেন নাজমুল হক
- আপডেট সময়- ০৭:৪৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ২৪৭ বার পড়া হয়েছে
লিমা আক্তার, ময়মনসিংহ।।
কিছু মানুষ মৃত্যুবরণ করার পরও হাজারো মানুষের হৃদয়ে চির অমর হয়ে থাকেন। তেমনি এক কিংবদন্তি নেতা নাজমুল হক। মৃত্যুর চৌদ্দ বছর পেরিয়ে গেলেও আজ ও মানুষ যাকে শ্রদ্ধাচিত্তে স্মরণ করেন।
অবিভক্ত গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি , উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মরহুম নাজমুল হকের চৌদ্দতম মৃত্যুবার্ষিকী ।
হাজারো নেতা কর্মীসহ সাধারণ জনগণ তার মৃত্যুর এই দিনটি মনে রেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন। আবার অনেকেই তাঁর ঐতিহাসিক
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ব্যাখা তুলে ধরে অনুপ্রেরণা দিচ্ছেন। বিএনপির অন্যতম সংগঠক দলের জন্য নিবেদিত প্রাণ বার বার আওয়ামী লীগের নির্যাতনের শিকার আপাদমস্তক রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক গফরগাও বাজারে আওয়ামী লীগ কর্তৃক নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন! গফরগাঁও এর ইতিহাসে প্রজ্ঞাসম্পন্ন, আপোষহীন ও দৃঢ় এ রাজনীতিবিদ এ ঘটনার পর আবার পূর্ণশক্তি নিয়ে রাজনীতিতে প্রত্যাবর্তন করেন।
সারাদেশে আলোচিত এ ঘটনাটি নিয়ে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রতিবাদে ওয়াক আউট করেছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য ত্যাগ আর একনিষ্ঠতার প্রতীক রুপে নাজমুল হকের নাম হাজার হাজার নেতাকর্মী সহ তৃনমুল বিএনপির জন্য পাথেয় হয়ে থাকবে। উল্লেখ্য গত ২০১০ সালের ৮ ই অক্টোবর সবাইকে কাঁদিয়ে অসুস্থ জনিত কারণে না ফেরার দেশে চলে যান তিনি।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ