সিদ্ধিরগঞ্জে নির্জন মাঠে চিরকুট লেখাসহ তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার

- আপডেট সময়- ০৪:২৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তরুণ- তরুণীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টায় উপজেলার মিজমিজি দক্ষিণপাড়া এলাকার বিলের ধারে বালুর মাঠের সীমানা প্রাচীরের পাশে এক তরুন ও তরুনী মরদেহ পাওয়া যায়।
জানা গেছে, মৃত তরুণের নাম শফিকুল ইসলাম। তিনি দক্ষিণ মিজমিজি এলাকার মনির হোসেনের ছেলে। তবে মৃত তরুণীর নাম ও পরিচয় এখনো পাওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল সালাম বলেন, ‘স্থানীয়রা মরদেহ দুটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। মরদেহের পাশের একটি বোতলও পাওয়া গেছে। সেটির ভেতর থেকে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। মৃত তরুণীর আঁচল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।’
পুলিশ কর্মকর্তা বলেন, তবে ‘এটা আত্মহত্যা নাকি হত্যা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছে।’
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ