সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক-৫

- আপডেট সময়- ০৬:৩২:০১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে

ইব্রাহীম হোসেন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি।।
সাতক্ষীরা সীমান্তের চোরাপথ দিয়ে ভারতে যাওয়া ও আসার সময় এক নারীসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি।
শুক্রবার ভোরে সাতক্ষীরার পদ্মশাখরা ও হিজলদী সীমন্তে পৃথক অভিযানে তাদের আটক করাহয়।
আটককৃতরা হলেন সাতক্ষীরা সদরের পদ্মশাখরা এলাকার শামসুদ্দিন গাজীর ছেলে মোঃ জসিমউদদীন (৩৮), সদরের ভোমরা লক্ষিদাঁড়ী এলাকার আসাদুল সরদার এর ছেলে বিলাল হোসেন (২৩), একই এলাকার আব্দুল মজিদের ছেলে মোঃ শামসুজ্জামান(৩৯) ও শরিয়াতপুর জেলার জাজিরা থানা এলাকার মৃত সামছুল মোল্লার মেয়ে মৌসুমী (৩৪), ফরিদপুর জেলার আলফাডাংগা থানার রুদ্রবানা গ্রেমের মৃত আয়নাল উদ্দিন শেখ এর ছেলে মোঃ মামুন (৩৩)।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। তিনি জানান হিজলদী বিওপির একটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৬ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুলতানপুর মাঠ নামক স্থান হতে ভারত থেকে দেশে অবৈধ প্রবেশের সময় এক নারীসহ দুই জন বাংলাদেশী আটক করাহয়। অপর একটি অভিযাননে পদ্মশাখরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২/১-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্বশান নামক স্থান হতে আরও তিন জনকে আটক করাহয়। তারা অবৈধভাবে ভারতে যাচ্ছিলো।
আটককৃতদের বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ