সাতক্ষীরায় গৃহবধূকে জ*বা*ই করে হ*ত্যা

- আপডেট সময়- ০৪:৫৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা প্রতিনিধি।।
খুলনার সাতক্ষীরার আশাশুনিতে কমলা খাতুন নামের এক গৃহবধুকে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সকালে আশাশুনি উপজেলার দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। কমলা খাতুন দরগাহপুর গ্রামের মোবারক গাজীর স্ত্রী।
নিহতের স্বামী মোবারক জানান, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি কমলা খাতুনকে বিয়ে করেন। প্রথম পক্ষে খানজাহান আলী নামে তার এক ছেলে আছে। দ্বিতীয় পক্ষে অলিউর ও ফয়জুল নামে দুই ছেলে আছে। কমলা খাতুনের সঙ্গে তিনি এক ঘরে থাকেন না। শুক্রবার ভোরে নামাজ পড়তে উঠে তিনি কমলাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের পাশে কমলার গলাকাটা মরদেহ দেখতে পান। পাশে হত্যায় ব্যবহৃত ছুরি ও এক জোড়া জুতা পড়ে ছিল।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ওসি আরো জানান, কমলা খাতুনকে হত্যা করা হয়েছে মর্মে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রহস্য উদঘাটনে কমলা খাতুনের স্বামীসহ তিন ছেলে ও তিন পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ