বকশীগঞ্জে সাপ্তাহিক ১দিন দোকান-কর্মচারীদের ছুটির দাবীতে বিক্ষোভ
- আপডেট সময়- ০৫:৪৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
আবু তাহের, বকশিগঞ্জ জামালপুর প্রতিনিধি।।
জামলপুরের বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন দোকান কর্মচারীরা।শনিবার (১২অক্টোবর) দুপুর ১১টার দিকে সাপ্তাহিক একদিন ছুটির দাবীতে দোকান কর্মচারী ইউনিয়নের আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের মধ্য বাজার থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মধ্য বাজার গিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষোভ কারী’রা ।বিক্ষোভ শেষে সমাবেশে বক্তব্য রাখেন দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি আমিনুল ইসলাম,সদস্য রফিকুল ইসলাম,সদস্য জাহিদসহ আরো অনেকেই।এসময় বক্তারা বলেন, বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতি বাজার ব্যবসায়ীদের সাথে আলোচনা করে শুক্রবার এক দিনের ছুটি ঘোষণা করলেও মানতে নারাজ কিছু ব্যবসায়ী। তাই আমরা আন্দোলন থেকে বলতে চাই। যদি সাপ্তাহিক একদিন ছুটির দাবী না মানা হয় তাহলে আমাদের এই আন্দোলন চলবে।পরে বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সদস্য সচিব সাইফুল ইসলাম শাকিল তালুকদারের আশ্বাসে আন্দোলন থেকে সরেযান বিক্ষোভ কারী’রা ।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ