না’গঞ্জে ধর্ষণ মামলায় খালাস পেলেন হেফাজত নেতা মামুনুল হক
- আপডেট সময়- ০৬:৫০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ ১৬ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক।।
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় বেকসুর খালাস পেয়েছেন হেফাজতে ইসলামের নেতা ও খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।
বৃহস্পতিবার(২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে নারায়ণগঞ্জেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক জেসমিন আরা বেগম এ রায় ঘোষণা করেন।রায়ের সময় মামুনুল হক নিজে আদালতে উপস্থিত ছিলেন।
মামলার আইনজীবী ওমর ফারুক নয়ন জানান, এ ধর্ষণ মামলার বাদী ও জান্নাত আরা ঝর্ণাসহ ৪০ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের পূর্ণ সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ আদালত আজ এই রায় ঘোষণা করেন।
বিজ্ঞ আদালতের রায় ঘোষণার পর মামুনুল হক বলেন, শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সরকারের লোকজন তাকে এবং তার পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। এ রায়ের ফলে দেশে ফের বিচার ব্যবস্থার সচ্ছতা ফিরে এসেছে বলে সন্তোষ প্রকাশ করেন।
প্রসঙ্গে উল্লেখ্য যে, ২০২১ সালের ৩রা এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে এ মামলার বাদী জান্নাত আরা ঝর্ণাসহ হেফাজতে এই নেতা মামুনুল হককে অবরুদ্ধ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরবর্তীতে হেফাজত ইসলামের নেতাকর্মী ও সমর্থকরা এসে রয়েল রিসোর্টে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান।
এর পরবর্তীতে ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন তার সঙ্গে থাকা ওই নারী ঝর্না আক্তার। কিন্তু মামুনুল হক বরাবরই দাবি করে আসছিলেন ও নারী ঝর্ণা তার বিয়ে করা দ্বিতীয় স্ত্রী।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ