সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, কুলাউড়া, দেশজুড়ে, নারী ও শিশু, প্রেসক্রিপশন, বাংলাদেশ, মৌলভীবাজার, সিলেট, স্বাস্থ্য কথা
একুশ হাজার কিশোরী এইচপিভি ভ্যাকসিন পাবে
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:২৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
১০থেকে ১৪ বছরের কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক ভ্যাকসিন(এইচপিভি) কার্যক্রম চালু হয়েছে। বৃহস্পতিবার মৌলভীবাজারের কুলাউড়ায় রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মহি উদ্দিন। এসময় কুলাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফেরদৌস আক্তার,ডা: মঈনুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কুলাউড়া উপজেলায় মোট ২১ হাজার ৩শ জন কিশোরীদের মধ্যে উক্ত ভ্যাকসিন প্রদান করা হবে বলে কর্তৃপক্ষ জানায়।
কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডা:জাকির হোসেন জানান, কুলাউড়া উপজেলার ২১ হাজার ৩শ কিশোরীদেরকে জরায়ূমুখ ক্যান্সার প্রতিরোধক ভ্যাকসিন প্রদান করা হবে। বৃহস্পতিবার (২৪শে অক্টোবর) থেকে ১৮ কার্য দিবসে এ ভ্যাকসিন কার্যক্রম চলবে। ১ম ১০ দিন শিক্ষা প্রতিষ্টানে এবং ৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত কমিউনিটি ক্লিনিক ও টিকা প্রদান কেন্দ্রে এ ভ্যাকসিন প্রদান করা হবে। ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরী অথবা ৫ম শ্রেনী থেকে নবম শ্রেনীতে পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে এ ভ্যাকসিন প্রদান করা হবে বলে নিশ্চিত করেন।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ