আ’লীগসহ ১৪ দলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ
- আপডেট সময়- ০৪:৫৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ২৬ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক।।
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন গণহত্যার হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ এবং ১৪ দলের শরিক দলগুলোর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার (২ অক্টোবর) চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ অভিযোগ দাখিল করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটভুক্ত দলগুলো গণহত্যা চালাতে সরাসরি হুকুম দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, গত ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে গণহত্যা চালানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ৩১টি পৃথক অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে ১৩টি অভিযোগ জমা পড়ে চিফ প্রসিকিউটরের দপ্তরে। বাকিগুলো ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দাখিল করা হয়েছে। এসব অভিযোগের মধ্যে আগে কয়েকটিতে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নাম আছে। তবে ১৪ দলের শরিকদের বিরুদ্ধে এই প্রথম অভিযোগ এসেছে।
শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ-গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে স্কুলছাত্র শাহরিয়ার খান আনাস হত্যার ঘটনায় অভিযোগ জমা পড়েছে প্রসিকিউশনে। শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে এই হত্যার অভিযোগ দাখিল করেন নিহতের বাবা মো. পলাশ।
রিমান্ডে কামাল নাসের, মেসবাহউদ্দিন, মুর্শিদি ও নজরুল ইসলাম-
বিএনপি কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামে দলটির এক কর্মীর মৃত্যুর মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পাশাপাশি গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদকে ৩ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। ঢাকা মহানগর হাকিম জাকির হোসাইনের আদালত গতকাল এ আদেশ দেন। মঙ্গলবার রাতে রাজধানীর পৃথক এলাকা থেকে কামাল নাসের চৌধুরী ও মেজবাহউদ্দিনকে গ্রেপ্তার করে ডিবি।
একইদিন ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানার মামলায় গ্রেপ্তার খুলনা-৪ আসনের সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকা মহানগর হাকিম মো. আক্তারুজ্জামান এ আদেশ দেন। পাশাপাশি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের সাবেক সভাপতি এবং নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম আরিফুর রহমান শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এদিন আদালতে নজরুল ইসলামের রিমান্ড শুনানিতে বিচারকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিএনপিপন্থি আইনজীবীরা। দীর্ঘ সময়ের হট্টগোল শেষে শান্ত হয় এজলাস কক্ষ।
সাবেক এমপি আব্দুর রউফ, আজাদসহ আরও ১৪ নেতাকর্মী গ্রেপ্তার
৫ আগস্ট বাঘমারাতে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় রাজশাহী-৪ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদকে গতকাল রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
কুষ্টিয়ার কুমারখালী প্রতিনিধি জানান, ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর সুজন মালিথা নামে এক যুবককে হত্যার অভিযোগে গত ২৯ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় মামলা হয়। সে মামলায় গত মঙ্গলবার রাজধানীর মিরপুর থেকে কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে র্যাব। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় গত মঙ্গল ও বুধবার আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মীকে পুলিশ ও র্যাব গ্রেপ্তার করেছে।
এদিকে সংশ্লিষ্ট প্রতিনিধিরা জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হেফাজতে ইসলাম নেতা মাওলানা ইকবাল হোসেনকে হত্যার অভিযোগে মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে হেফাজতে ইসলামের সমর্থক ফয়সাল মাহমুদ হাবিবী সোনারগাঁ থানায় এ মামলা করেন। এতে নারায়ণগঞ্জের সাবেক দুই এমপি নজরুল ইসলাম বাবু ও আবদুল্লাহ আল কায়সার ছাড়াও ৬২ জনকে আসামি করা হয়েছে। এছাড়া চাঁদাবাজি ও মারধরের অভিযোগে গতকাল নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক ডিআইজি হারুন অর রশিদসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন মো. শাহ আলম নামে এক ব্যবসায়ী।
খুন, অপহরণ ও অবৈধ অস্ত্র মামলায় চট্টগ্রাম থেকে গ্রেপ্তার নোয়াখালী-৪ আসনের সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে গতকাল কারাগারে পাঠানো হয়েছে। গতকাল তাঁকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক এ আদেশ দেন। এছাড়া অর্থ পাচারের দায়ে অভিযুক্ত সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি ড. জান্নাত-আরা-তালুকদার হেনরী ও তাঁর স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সিরাজগঞ্জ সদর আমলি আদালত-২ এর বিচারিক হাকিম রাসেল মাহমুদ জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।
নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সিআইডি
ট্রেডবেসড মানি লন্ডারিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রায় ৩০ লাখ ডলার পাচারের অভিযোগে নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সিআইডি। গতকাল সিআইডির মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। সিআইডি জানিয়েছে, ব্যক্তিগত ক্ষমতা ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে নাসা গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট ৪টি প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় ২১ হাজার কোটি টাকার ঋণ গ্রহণ করে আমদানি এবং রপ্তানির আড়ালে আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে শত শত কোটি টাকা পাচার করেছেন নজরুল ইসলাম। এই টাকা দুবাই, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে পাচারের অভিযোগে নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে পৃথক একটি অনুসন্ধান কার্যক্রম চলমান আছে। এছাড়া অর্থ পাচারের মাধ্যমে লন্ডনের ফিলিমোর গার্ডেন এবং ব্রান্সউইক গার্ডেনে তাঁর মেয়ে আনিকা ইসলামের নামে বাড়ি কেনারও অভিযোগ পাওয়া গেছে।
সূত্র :মা/ক