মুন্নী সাহার ব্যাংক হিসাব চেয়ে চিঠি দিয়েছে বিএফআইইউ
- আপডেট সময়- ০৭:৩০:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
সাংবাদিক মুন্নী সাহা;ফাইল ছবি
অনলাইন ডেস্ক।।
দেশের সকল বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি রোববার (৬ অক্টোবর)সকল ব্যাংকগুলোর কাছে পৌঁছায়।
চিঠিতে ব্যাংকগুলোর কাছে সাংবাদিক মুন্নী সাহা ও তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে কোনো আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড এবং অফশোর ব্যাংকিং হিসাব থাকলে সেসব হিসাবের লেনদেনের সকল ধরনের ডকুমেন্টসসহ তথ্য সোমবারের মধ্যে (৭ অক্টোবর) বিএফআইইউকে পাঠাতে নির্দেশনা দেয়া হয়েছে।
একই সঙ্গে হিসাব খোলার ফরম, টিপি, কেওয়াইসি প্রোফাইল ফরম, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী ও অন্যান্য দলিলাদির তথ্যও ব্যাংকগুলোকে বিএফআইইউর কাছে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পদত্যাগ করে ভারতে পালিয়ে যান ততকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান দলটির নেতাকর্মীসহ সরকারদলীয় সাবেক এমপি-মন্ত্রীরা। পরবর্তীতে গনআন্দোলন দমন ও প্রাণহানির ঘটনায় শেখ হাসিনা ছাড়াও সাবেক এমপি-মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজধানীসহ সারাদেশে একাধিক মামলা দায়ের হয়। এসব মামলায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে ছাত্র-জনতার গনআন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে নাঈম হাওলাদার (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গত ২২ আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নাঈমের বাবা মো. কামরুল ইসলাম। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক মন্ত্রী-এমপি ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সদস্যসহ পুলিশ ও র্যাব কর্মকর্তাদের সঙ্গে ৭ জন সাংবাদিককে আসামি করা হয়েছে। মুন্নী সাহা তাদের মধ্যে একজন। মুন্নি সাহা একজন বাংলাদেশী সাংবাদিক এবং টেলিভিশন সঞ্চালক। ভোরের কাগজ দিয়ে তার সাংবাদিকতা শুরু করেন। সেখান থেকে তিনি যান বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশনে। এরপর যোগ দেন এটিএন বাংলায়।আরও উল্লেখ্য যে, এটিএন নিউজের শুরু থেকেই তিনি এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন। মালিকপক্ষের সঙ্গে বিরোধের জেরে গত বছরের ৩১ মে ২০২৩ তারিখে মুন্নী সাহা এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ