ঈশ্বরদী মহিলা কলেজের নবগঠিত পরিচালনা পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত
- আপডেট সময়- ০৫:১৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
মামুনুর রহমান,ঈশ্বরদী ,পাবনা।।
ঈশ্বরদীর স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান, ঈশ্বরদী মহিলা ডিগ্রি (অনার্স) কলেজের নবগঠিত পরিচালনা পরিষদের (এডহক কমিটির) পরিচিত সভা আজ মঙ্গলবার ( ২২ অক্টোবর ) বিকালে কলেজের মিলনায়তন কক্ষে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ হামিদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, নবগঠিত পরিচালনা পরিষদের সভাপতি, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহবায়ক ৯০ ‘র স্বৈরাচার বিরোধী আন্দোলনের মহানায়ক হাবিবুর রহমান হাবিব। এসময় পরিচালনা পরিষদের সদস্য ( বিদ্যোৎসাহী) আজমল হোসেন সুজন, উপাধ্যক্ষ ইসমাঈল হোসেন, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুর রশিদসহ কলেজের অন্যান্য শিক্ষক, কর্মচারী, সাংবাদিক ও সূধিজনরা উপস্থিত ছিলেন। স
সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নোত্তরে হাবিবুর রহমান হাবিব বলেন, ঈশ্বরদী মহিলা কলেজ একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। কলেজটির শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে দলমত নির্বিশেষে আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। এসময় তিনি প্রতিষ্ঠানটিতে অধ্যায়নরত গরীব মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সুবিধা ও নন এমপিও শিক্ষকদের বেতন ভাতা চালুর বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নেরও আশ্বাস দেন।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ