সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, দেশজুড়ে, নারায়ণগঞ্জ, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, সিদ্ধিরগঞ্জ
সিদ্ধিরগঞ্জে দুই যুবক’কে কুপিয়ে জখম,থানায় অভিযোগ

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:৪৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ১১০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগেঞ্জে পাইনাদী নতুন মহল্লায় আবু বক্কর সিদ্ধিক (২৫) এবং জনি (২৬) নামে দুই যুবকে ওপর কিশোর গ্যাংয়ের হামলার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার (২২ সেপ্টেম্বর) রাতে পাইনাদী নতুন মহল্লার ধনু হাজী রোড ব্রীজের ওপরে এই হামলার ঘটনা ঘটে।
হামলাকারীরা হল, আবির (১৮), রিদয় (২০) সুজন ওরফে দনা পট্রি (২৬), বিল্লাল (১৯),ওয়াসিম (২০), এমদাদুল (২০) অজ্ঞাতসহ ২৫/৩০ জন। হামলাকরীরা সবাই পাইনাদী নতুন মহল্লা এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী ও বিবাদীরা একই এলাকার বাসিন্দা। বিবাদীরা সবাই মাদক দ্রব্য ক্রয় বিক্রয় এর সাথে জড়িত। বাদীর বন্ধুর ছোট ভাই রনি (২০) এর সহিত ৪নং বিবাদীর গত ২০/০৯/২০২৪ তারিখ সন্ধ্যায় কথা কাটাকাটির সৃস্টি হয় সেই ঘটনার জের ধরে একই দিনে ৪নং বিবাদী বিল্লাল পরিকল্পনা মোতাবেক সুযোগের অপেক্ষায় থাকে বাদীপক্ষের লোকজনদের ঘায়েল করার।
অঅবুবকর সিদ্দিক ও তার বন্ধু জনি (২৬) সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী সাকিনস্থ নতুন মহল্লা এলাকায় ধনু হাজী ব্রীজ এর উপরে রাত আটটার সময় অবস্থান কালে উল্লেখিত বিবাদীরা সহ অজ্ঞাতনামা বিবাদীগন একত্রে দেশীয় অস্ত্র সুইচ গ্রেয়ার এসএস পাইপ, চা পাতি, দা, চাইনিজ কুড়াল ও কাঠের ডাসা সহ অতর্কিতভাবে হামলা করে এলোপথাারী এসএসপাইপ কাঠের ডাসা দিয়ে বেধরক মারধর করতে থাকে মারামারির একপর্যায়ে ১নং বিবাদী হত্যার উদ্দেশ্যে চা পাতি কুপিয়ে আবুবর সিদ্ধিকের মাথায় বাম পাশের পিছন সাইটে গভীর ক্ষত ও গুরুতর রক্তাক্ত জখম হয়।
বিবাদীদের আঘাতে জনি ও আবুবকর সিদ্দিকের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও জখম হয়। তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা গুরুতর আহত দুজনকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও সুযোগমত পেলে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় রক্তাক্ত অবস্থায় আবুবকর সিদ্দিক ও তার বন্ধু জনিকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট্য হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়েছে।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করা হয়েছে, ঘটনার সত্যতা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ