জামালপুরে ব্রহ্মপুত্রে ব্রিজের অভাবে জনদুর্ভোগে দুপাড়ের মানুষ
- আপডেট সময়- ০৬:০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
আবু তাহের, বকশীগঞ্জ প্রতিনিধি।
জামালপুরে একটি ব্রিজের অভাবে দুর্ভোগে দুপাড়ের মানুষ। জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর একটি ব্রিজের অভাবে কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। নদের ওপর ব্রিজ থাকলে দুপাশে যাতায়াত অনেক সময় কম লাগতো। এলাকার মানুষের যাতায়াতে একমাত্র ভরসা এখন দড়িবাঁধা একটি নৌকা। দড়ি টেনে নৌকা এপার থেকে ওপারে সময় লাগে দুই ঘণ্টার বেশি।
এতে স্কুলে যাওয়া আসা ছাত্র-ছাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। এলাকাবাসীর দাবি, নদের ওপর একটি ব্রিজ স্থাপনের।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এবং ফকিরপাড়া গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। নদের পূর্বপাশেই ইউনিয়ন পরিষদ,পাকা রাস্তা, হাট বাজারসহ সদর উপজেলা। নদের পশ্চিম পাড়ের ১৫টি গ্রামের মানুষের চলাচলের একমাত্র বাহন দড়ি টানা নৌকা। এ নৌকা দিয়ে প্রতিদিন পারাপার হতে হচ্ছে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষের। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের।
আর সাধারণ মানুষ বলছেন, নদের ওপর ব্রিজ না থাকায় তারা নানা সমস্যায় পড়ছেন। রোগীদের সদরে আনতে হলে অনেক সময় লাগে। অনেকেই মৃত্যুবরণ করেন চিকিৎসা নেয়ার আগেই। উৎপাদিত ফসলের সঠিক দামও পাওয়া যায় না। কম দামেই বিক্রি করতে হচ্ছে। তাদের দাবি সরকার যদি এ নদের ওপর একটি ব্রিজ করে দেন তাহলে এ এলাকার ৪০/৫০ হাজার মানুষের কষ্ট লাঘব হবে।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের হিসাব মতে, ৩০০ মিটার এ ব্রিজের নির্মাণে ব্যয় হবে ২০ কোটি টাকা।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ