সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, ঈশ্বরদী, জেলা প্রশাসক কার্যালয়, দূর্নীতি দমন কমিশন(দুদক), দেশজুড়ে, পাবনা, বাংলাদেশ
ঈশ্বরদীতে বর্ধিত পৌরকর বাতিলের দাবিতে নগরবাসীর স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:০০:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০১ বার পড়া হয়েছে

মামুনুর রহমান,ঈশ্বরদী(পাবনা)প্রতিনিধি।।
আজ ২৯ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১০ ঘটিকা হতে ঈশ্বরদী পৌর ১ নম্বর গেটে গন জামায়েত হন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ভুক্তভোগীরা। বহুপ্রাণ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বৈরশাসক মুক্ত বাংলাদেশে বিগত তথাকথিত এক দলীয় নির্বাচনে নির্বাচিত ঈশ্বরদী পৌর মেয়র কর্তৃক রেখে যাওয়া অনিয়ম ও দুর্নীতিযুক্ত পৌরসভা। ঈশ্বরদী পৌরবাসী তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল দীর্ঘদিন। সেবার নামে আকাশচুম্বি পৌরকর ও বিভন্ন ফি চাপিয়ে দিয়ে শোষণ, নির্যাতন করে চলেছিল। তাই ঈশ্বরদীর সচেতন পৌরবাসী বিভিন্ন সময় মানববন্ধন, প্রতিবাদসভা করে প্রতিবাদ জানিয়ে এসেছে। গত এসেসমেন্টের সময় অধিক হারে কর আরোপ করেছিল। আবারও ২০২৪-২০২৫ সাল থেকে নতুন করে বহুগুন বাড়িয়ে কর আরোপ করেছে। যেখানে আগের করই ছিল অত্যাধিক সেখানে পুন:রায় অযৌক্তিক ভাবে কর বাড়িয়ে ঈশ্বরদী পৌরবাসীকে রাস্তায় বসার ব্যবস্থা করেছিল বিগত অবৈধ মেয়র। যেহেতু আপনি সুবিবেচক হিসাবে পৌর প্রসাশকের দ্বায়িত্ব প্রাপ্ত হয়েছেন তাই সচেতন পৌরবাসী আপনার নিকট নিম্মোক্ত দাবি পেশ করছে যা আপনি সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে অবিলম্বে দাবিগুলো মেনে নেওয়ার ঘোষণা দিয়ে ঈশ্বরদী পৌরবাসীকে ঘরে ফেরার ব্যবস্থা করবেন। সর্বশেষে ঈশ্বরদী সচেতন পৌরবাসীর পক্ষ থেকে স্মারক লিপি প্রদান করা হয়। বক্তব্যদেন আ.ফ.ম. রাজিবুল আলম ইভান আহ্ববায়ক, সচেতন নগরবাসী ফোরাম, ঈশ্বরদী, জুয়েল হোসেন সোহাগ সদস্য সচিব, সচেতন নগরবাসী ফোরাম, ঈশ্বরদী। জামায়াতে আমির আবু তালেব মন্ডল, তৌহিদ আক্তার পান্না সভাপতি উপজেলা প্রেসক্লাব, এস এম ফজলুল হক সাধারণ সম্পাদক ঈশ্বরদী প্রেসক্লাব সহ আরো অনেকেই।
দাবিসমূহ—
০১। বাসা/বাড়ি/দোকান ঘরের হোল্ডিং ট্যাক্স, ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ফি, রিকশা/ আটোরিকশার লাইসেন্স ফি, পৌরের বিভিন্ন সেবা ফি অর্থাৎ সর্বপ্রকার ফি বা কর বৃদ্ধি করা যাবে না এবং পূর্ব কর অর্থাৎ ২০২৩-২০২৪ সালের নির্ধারিত কর বা ফি বহাল থাকবে।
২। পৌরসভার সর্বপ্রকার কর এবং করদাতা কর্তৃক দেয় কর বা ফির তালিকা ওয়েবসাইট বা প্রিন্টিং মিডিয়াই প্রকাশ করতে হবে।
৩। বিগত ১০ বছরে পৌরসভার যত অনিয়ম, অপচয় ও দুর্নীতি হয়েছে তার সুষ্ঠ তদন্ত করে শ্বেতপ্রত্র প্রকাশ ও দোষীদের শান্তির আওতায় আনতে হবে। উক্ত দাবিগুলো গুরুত্বপূর্ন বিবেচনায় নিয়ে দ্রুত ঘোষণা দিয়ে পৌরবাসীকে কর পরিশোধের সুযোগ দিতে হবে।