অর্থপাচার মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপির ৮ শীর্ষ নেতা
- আপডেট সময়- ০৬:৫৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক।।
বিএনপির শীর্ষ ৬ নেতাসহ ৮ জনকে অর্থপাচারের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে দুদক কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মানি লন্ডারিংয়ের অভিযোগ থেকে অব্যাহতি পাওয়া বিএনপি নেতারা হলেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস এবং বিএনপির ভাইস চেয়্যারম্যান আবদুল আউয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
এ ছাড়া অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন, সাবেক শীর্ষ নেতা এম মোর্শেদ খান এবং আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল ও তাফসির আউয়াল।
দুদক জানিয়েছে, মামলা চালানোর জন্য তাদের বিরুদ্ধে কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনের আগে ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে তাঁদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ