সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, জেলা প্রশাসক কার্যালয়, দূর্নীতি দমন কমিশন(দুদক), দেশজুড়ে, বাংলাদেশ, মৌলভীবাজার, সিলেট
মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লক্ষাধিক ঘনফুট বালু জব্দ
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ১০:২৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইপাড় ও রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার ধলাই নদী থেকে উত্তোলনকৃত অবৈধভাবে আনুমানিক ১ লক্ষ ১৮ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। তার মধ্যে শুধুমাত্র ধলাইপাড় এলাকা থেকে প্রায় ৯৮ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
রবিবার (৮ই সেপ্টেম্বর) কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এসব অবৈধ বালু জব্দ করেন।
এ সময় বালু উত্তোলনের ড্রেজার মেশিন বা সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে বালু উত্তোলনে ব্যবহৃত কিছু পাইপ জব্দ করা হয়।
জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইপাড় ও রহিমপুর ইউনিয়নের ধর্মপুর, চৈত্রঘাট এলাকা থেকে বিগত আওয়ামী সরকার দলীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে দীর্ঘদিন ধরে। অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে রাতারাতি বনে গেছেন কোটিপতি এই প্রভাবশালী সিন্ডিকেট চক্র, এতে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব।
এছাড়া বালু উত্তোলনের ফলে ধলাই নদীর তীর ধসে পড়াসহ অনেক বাড়ি ঘর নদীগর্ভে বিলীন হওয়ার পথে। তাছাড়াও বড় বড় ট্রাকে অতিরিক্ত বালু বোঝাইকরে পরিবহনের ফলে ভানুগাছ – মাধবপুর আঞ্চলিক সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোথাও কোথাও দেড় থেকে দুই ফুট পর্যন্ত দেবে গেছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, এসব বিষয়ে কথা বললে তাদেরকে হুমকি, ধামকি দেওয়া হয়। অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে রবিবার দুপুরে কমলগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসব অবৈধ বালু জব্দ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন ১লক্ষ ১৮ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দের বিষয়টি নিশ্চিত করেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জয়নাল আবেদীন জানান জব্দকৃত বালু বিধিমোতাবেক দ্রুতসময়ে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রী করা হবে। পরবর্তীতে অবৈধভাবে কেউ বালু উত্তোলনের সাথে জরিত থাকলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ