সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, ঈশ্বরদী, ক্যাম্পাস নিউজ, দেশজুড়ে, নারী ও শিশু, পাবনা, শিক্ষাঙ্গন
ঈশ্বরদীর বাঁশেরবাদা কলেজে সভাপতির দায়িত্বে বিএনপি নেত্রী ললিতা গুলশান
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৪:৪৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
মামুনুর রহমান,ঈশ্বরদী (পাবনা)প্রতিনিধি।।
ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা অনার্স কলেজ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব গ্রহন করলেন বিএনপি নেত্রী ললিতা গুলশান মিতা। গত মঙ্গলবার দুপুরে কলেজের সম্মেলন কক্ষে কলেজের পক্ষ থেকে আয়োজন করা হয় আলোচনাসভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের। অনারম্বরপূর্ণ অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, হিষৈী সদস্য জাহাঙ্গীর আলম, বিদ্যুৎসায়ী সদস্য আশরাফুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আসাদুল হোসেন,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না ও বাঁশেরবাদা বহুমুখি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলামসহ শিক্ষকবৃন্দ। ললিতা গুলশান মিতা সভাপতির দায়িত্বভার বুঝে নেওয়ার পর শিক্ষক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন এবং কলেজের শিক্ষার্থীদের ভালো ফলাফলসহ প্রতিষ্ঠানের নানামুখি উন্নয়নের জন্য সকলকে সাথে নিয়ে কাজ করবেন বলে আশ্বস্ত দেন। এর আগে ললিতা গুলশান মিতাকে শিক্ষকদের পক্ষথেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভাপতি হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু সাঈদ মিয়া। পরে তিনি শিক্ষকদের সাথে নিয়ে কলেজের লাইব্রেরী পরিদর্শন করেন। জমিদাতা তার দাদা ও পিতার কলেজে রেখে দেওয়া স্মৃতির প্রতি সম্মান জানান।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ