কক্সবাজারের ইয়াবা সম্রাট সাবেক এমপি বদি গ্রেপ্তার
- আপডেট সময়- ০৫:১৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ২৬০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক।।
টেকনাফ উখিয়া সহ কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করেছে র্যাব। টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় ‘ইয়াবা গডফাদার’ বদিকে মঙ্গলবার (২০ আগস্ট) রাতে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের এক ক্ষুদে বার্তায় বলা হয়েছে, চট্টগ্রামের পাচলাইশ এলাকা থেকে আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী আবদুর রহমান বদি। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তাঁর স্ত্রী শাহীন আক্তারকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়। শাহীন আক্তার ওই আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে আব্দুর রহমান বদির নাম উল্লেখ রয়েছে।এছাড়াও ওই তালিকায় ‘ইয়াবা গডফাদার’ হিসেবে বদির চার ভাইসহ পরিবারের অন্তত ২৬ জনের নাম উল্লেখ রয়েছে বলে অনুসন্ধানে জানা গেছে ।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ































































































































































