ফের গাজী টায়ার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

- আপডেট সময়- ০৭:২৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ১১০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে গাজী টায়ার ফ্যাক্টরিতে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
রোববার (২৫ আগস্ট) রাত ১০টা ৩৫ মিনিটে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রূপগঞ্জের রূপসীতে অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশনের আরও ৫টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। এ ছাড়াও সিদ্দিক বাজার থেকে টিটিএল ঘটনাস্থলের উদ্দেশে রওনা করেছে। বর্তমানে ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করছে।
আগুন লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, ধারনা করা হচ্ছে এটি সহিংসতার আগুন।
এর আগে গত ৫ই আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাসিনা সরকারের পতনের গনঅভ্যুত্থানে এই একই কারখানা অগ্নিকান্ড সহ লুটপাটের ঘটনা ঘটেছে।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ