ব্যাংক থেকে ২ লাখের বেশি টাকা তোলা যাবে না!
 
																
								
							
                                - আপডেট সময়- ০৪:৪৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ১৫৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক।।
নিরাপত্তাজনিত কারণে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একটি অ্যাকাউন্টে একদিনে সর্বোচ্চ দুই লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না।
শনিবার (১০ আগস্ট) রাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর থাকবে বলেও জানান তিনি।
নির্দেশনা বলা হয়, নিরাপত্তার কারণে শাখায় টাকা স্থানান্তর করতে সমস্যা হচ্ছে। এ জন্য এক হিসাব থেকে দুই লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না। চেকের মাধ্যমে লেনদেন তদারকি জোরদার করতে হবে ও সন্দেহজনক লেনদেন বন্ধ করতে হবে। তবে একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনও পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।
এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) ব্যাংক থেকে গ্রাহকদের নগদ এক লাখ টাকার বেশি উত্তোলনের অনুমতি না দেয়ার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে এ সিদ্ধান্ত শুধু বৃহস্পতিবার জন্য প্রযোজ্য ছিলো।
নিউজটি শেয়ার করুন..

- 
                                    সর্বশেষ সংবাদ
- 
                                    জনপ্রিয় সংবাদ
 
																			

































































































































































