তৃণমূলে বিএনপি নেতাদের বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থানে শীর্ষ নেতৃত্ব
- আপডেট সময়- ০৫:৩২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক।।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ উঠছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।
‘পুকুর চুরি’ থেকে বেফাঁস মন্তব্য, দখল, সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে দলটির কেন্দ্র থেকে তৃণমূলের নেতারা। তবে, নেতাদের এসব বাড়াবাড়ি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে দলটির শীর্ষ নেতৃবৃন্দ।
যখনই যার বিরুদ্ধে অভিযোগ আসছে তাকে দল থেকে বহিষ্কার কিংবা পদ স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে।
বিএনপির নেতারা বলছেন, শেখ হাসিনার সরকারের পতনের পর দলের চেয়ারপারসন-ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভিডিও বার্তায় এবং মহাসচিবের পক্ষে বার্তা দেওয়া হয়- দলের কেউ যেন হামলা, ভাঙচুর ও লুটপাটে না জড়ায়। দলের নাম করে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতেও বলা হয়েছে। একইসঙ্গে দলের পক্ষে থেকেও কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয় বারবার।
কিন্তু তারপর সারাদেশে বিএনপি-ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে সহিংসতা, দখল ও দলীয় শৃঙ্খলা ভঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠছে। যার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত প্রায় শতাধিক নেতাকর্মীকে দল ও সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আর দলের কেন্দ্রীয় নেতাদের কাউকে-কাউকে পদ স্থগিত করে তাদের বিরুদ্ধে কেন স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে না তার জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, ‘বিএনপি একটি সুশৃঙ্খলাবদ্ধ দল। আমার মনে হয়, এগুলো অন্য কেউ করে বিএনপির নাম দিয়ে দিচ্ছে। তারপরও বিএনপি সজাগ আছে, আশা করি কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াবে না।
তিনি আরও বলেন, ‘বিএনপির একটি বিশাল দল। তার মধ্যে কেউ লোভে পড়ে অপরাধমূলক কর্মকাণ্ড করতেও পারে। তবে, দল তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে নেওয়া হয়েছে।’
বিএনপির নেতারা বলছেন, যাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠছে এবং সত্যতা পাওয়া যাচ্ছে; তাদের বিরুদ্ধে সঙ্গে-সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরমাধ্যমে অন্যদের বার্তা দেওয়া হচ্ছে যে, ভবিষ্যতেও যাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে এবং সত্যতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে একই ধরনের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। যার ফলে, ধীরে-ধীরে নেতাকর্মীদের মধ্যে শৃঙ্খলা ইতোমধ্যে ফিরে আসতে শুরু করেছে এমনটাই জানিয়েছেন এই নেতা।