চসিক মেয়রের বাসভবনে হামলা: ককটেল বিস্ফোরণ
- আপডেট সময়- ০৩:৪২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রাম সিটি করপোরেশনের(চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলা-ভাঙচুর ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ গুলি ছুঁড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
শনিবার (৩ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে নগরীর বহদ্দারহাটে চসিক মেয়রের নিজস্ব বাসভবনে এ ঘটনা ঘটে।
হামলার সময় বাসায় থাকা চসিক মেয়র ও নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী গণমাধ্যমকে জানান, আমার বাসভবনের মেইন গেইট ভাঙচুর করেছে ভিতরে প্রবেশের চেষ্টা করেছে। তবে গেইট খুলে ভেতরে প্রবেশ করতে পারেনি। বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে মেরেছে। বাসভবন লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। সেগুলো বিস্ফোরিত হয়েছে।
এ ঘটনায় স্থানীয় চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবীর গণমাধ্যমকে বলেন, আন্দোলনকারীরা মিছিল নিয়ে এসে চসিক মেয়র মহোদয়ের বাসায় আক্রমণ করে। ইট-পাটকেল নিক্ষেপ করে। গেইট প্রায় ভেঙে প্রবেশের সময় ভেতরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ গুলিবর্ষণ করতে বাধ্য হয়। আমরাও থানা থেকে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে আসি। পুলিশ আসার পর হামলাকারীরা দ্রুত চলে যায়।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৩ আগস্ট) বিকেলে নগরীর নিউমার্কেট এলাকায় কয়েক হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন। সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বিক্ষোভ শেষ হয়।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ