মেঘনা টোল প্লাজায় মাইক্রোবাসে আগুন: শিশু সহ আহত-৫
- আপডেট সময়- ০৭:৪১:২২ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজায় যাত্রীবাহী একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় মাইক্রোবাসে থাকা শিশুসহ আহত হয়েছেন ৫জন।
বুধবার (১০ জুলাই) সকালের দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনাঘাটের টোলপ্লাজা এলাকার চট্টগ্রামমুখী লেনে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ফতেহপুরের সৌদি প্রবাসী সিকান্দার আলী (৬০) এবং তার পরিবারের আরও ৪ সদস্য।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ হোসেন, তিনি জানান দূর্ঘটনায় আহতরা যাত্রাবাড়ীস্থ শনিরআখড়ার রায়েরবাগ এলাকার স্থানীয় একটি হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছে, তারা সকলেই শন্কা মুক্ত।
প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে জানা গেছে, সকাল ১০টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা সেতুর টোল প্লাজার সামনের ডিভাইডারে প্রচন্ড গতিতে ধাক্কা লেগে আগুন লেগে যায়। পরে ভিতরে থাকা যাত্রীদের ডাকচিৎকারে টোল প্লাজা কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন দ্রুততম সময়ে মাইক্রোবাসটির জানালা ভেঙে তাদের উদ্ধার করেন।
কাঁচপুর হাইওয়ে থানার দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এরই মধ্যে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে ফেলেন।এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তারা শঙ্কামুক্ত রয়েছে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ