রূপগঞ্জে জঙ্গি আস্তানার সন্ধান: বহুতল ভবন ঘিরে রেখেছে অ্যান্টি টেরোরিজম
- আপডেট সময়- ০৮:১৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে
স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপাতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বহুতল ভবন ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রূপগঞ্জের বরপা এলাকায় চার তলা ভবেনর বাড়িটি ঘেরাও করে রাখা হয়েছে।
যে কোনো সময়ে বাড়িটিতে অভিযান পরিচালনা করেবে উগ্রবাদ ও সন্ত্রাস প্রতিরোধে গঠিত পুলিশের এই বিশেষ ইউনিট।
এ বিষয়টি নিশ্চিত করেছেন অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল ।
তিনি জানান, গোয়েন্দা অনুসন্ধানে পাওয়া ও এক জঙ্গি নারীর দেয়া তথ্যের ভিত্তিতে সকালে এটিইউর একটি চৌকস অভিযানিক দল রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা ভবনটি ঘেরাও করে রেখেছে। যে কোনে সময়ে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তিনি। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
এ ঘটনায় সূত্র মতে জানা গেছে, নেত্রকোনা জেলার এক জঙ্গী নারী কক্সবাজার থেকে গ্রেফতারের পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে বরপা এলাকায় জঙ্গি গোষ্ঠীর ঘাটি হিসেবে একটি বহুতল ভবন ঘিরে রেখেছে এটিইউ সদস্যরা।
তিনি আরও জানান, গত মাসের ৯ জুন নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান পরিচালনা করেন এটিইউ। ওই ঘটনার ভিত্তিতে এক নারীকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত উল্লেখ্য যে, নেত্রকোণায় জঙ্গি আস্তানায় অভিযানে সেখান থেকে একটি বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড গুলি, জঙ্গি প্রশিক্ষণের বই, প্রশিক্ষণের জন্য খেলনা পিস্তল, হাতকড়া, ওয়াকি-টকি, একটি ল্যাপটপ, দুটি দুরবিন, পাঁচটি অ্যান্ড্রয়েড ফোন, শরীরচর্চার সরঞ্জাম সহ বেশ কিছু জঙ্গি প্রশিক্ষণের ডিভাইসসহ ৮০ ধরনের মালামাল জব্দ করে এটিইউ। সেসময় ৬টি তাজা বোমা উদ্ধার করা হয়েছিলো
বিস্তারিত আসছে….
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ