সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, ইসলাম ও জীবন, দূর্নীতি দমন কমিশন(দুদক), দেশজুড়ে, নারায়ণগঞ্জ, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, সোনারগাঁ
সোনারগাঁয়ে ঔষধের দোকানে দুর্ধর্ষ চুরি: ৭০ হাজার টাকা নিয়ে চম্পট

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ৯০ বার পড়া হয়েছে

হারুনুর রশিদ, বিশেষ প্রতিনিধি(সোনারগাঁ)।।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঔষধের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় নগদ অর্থ সহ বিপুল পরিমাণ মালামাল নিয়ে চম্পট।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৩ ঘটিকায় সোনারগাঁ থানাধীন উদ্ধবগঞ্জ বাজারের ‘হাফি ঔষধালয়’ নামীয় একটি ঔষধের দোকানে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় দোকানের শাটার ফাঁকা করে ভিতরে ঢুকে ৭০হাজার টাকা সহ দামি ঔষধ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।এ বিষয়ে ঔষধ দোকানের মালিক বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোনারগাঁ থানাধীন উদ্ধবগঞ্জ বাজারের ‘হাফি ঔষধালয়’ নামীয় ফার্মেসীর কর্ণদার জাকির হোসেন (২৭), পিতা- মোঃ আক্কাস আলী, গ্রাম-দরপত, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ,। তিনি প্রতিদিনের ন্যায় গত কাল ১০ জুলাই তারিখ রাত্র অনুমান-১১.২০ ঘটিকার সময় তার ফার্মেসীর সাটারের একপার্শ্বে তালা লাগিয়ে বাসায় চলে আসেন।পরে ১১ জুলাই রাত অনুমান ০৩.১৫ ঘটিকার সময় তিনি দোকানে থাকা সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পান, তার উল্লেখিত ফার্মেসীর সাটারের এক পাশে খোলা। তখন সে প্রায় ২৫ মিনিট পরে রাত অনুমান ০৩.৩৫ ঘটিকার সময় তার ফার্মেসীতে এসে দেখতে পান, অজ্ঞাতনামা আসামীরা সাটারের এক সাইটে ফাঁক করিয়া ফার্মেসীতে প্রবেশ করে ফামের্সীর ক্যাশ বাক্স হইতে নগদ-৭০,০০০/- (সত্তর হাজার) টাকা সহ দামী ঔষধ চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে ফার্মেসীতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ ধারন ফার্মেসীর সাটার খূলে ভিতরের প্রবেশের করে দুর্ধর্ষ চুরির ঘটনা পুরোপুরি রেকর্ড হয়। এ ঘটনা ফুটেজ দেখে আসামিদের চিহ্নিত করে দ্রুততম সময়ে গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সহ বাজারের অন্যান্য ব্যবসায়ীগন।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাথে যোগাযোগ করা হলে, তিনি ফোন রিসিভ করেননি।