সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আবহাওয়া ও জলবায়ু, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, মুন্সিগঞ্জ, শ্রীনগর
শ্রীনগরে বৃষ্টির পানির তোড়ে সড়ক ভেঙ্গে চলাচল ব্যাহত

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:৩৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে

বিশেষ (মুন্সীগঞ্জ) প্রতিনিধি।।
মুন্সীগঞ্জের শ্রীনগরে বর্ষার পানির তোড়ে সড়ক ভেঙ্গে গেছে। এতে ভোগান্তিতে পরেছেন ওই সড়কে যাতায়াতকারীরা। উপজেলার তন্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ব্রাক্ষণখোলা গ্রামে পানির তোড়ে সড়কটি সোমবার ( ১৫ জুলাই) সকালে ভেঙ্গে যায়। সকাল সাড়ে ৮ টার দিকে হঠাৎ পানির চাপে ইট সলিংয়ের সড়কটি খানবাড়ির সামনে প্রায় ২৫ ফুট সড়ক ভেঙ্গে পড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এতে সড়কে যাতায়াতরত অসংখ্য পথচারী ভোগান্তিতে পরেন। পরে তাৎক্ষনিকভাবে মানুষ পারাপারের জন্য গাছের গুড়ি দেওয়া হয়। জানা গেছে, ব্রাক্ষণখোলা-কসুমপুর বৌ-বাজারের সংযোগ সড়কটির জন্য গত ২০১৭ সালে সাবেক এমপি সুকুমার রঞ্জন ঘোষ বরাদ্দ দেন। এতে ইউনিয়নটির উত্তরগাও, পানিয়া, ব্রাক্ষণখোলা, তন্তর, পড়ারবাগসহ বিভিন্ন গ্রামের লোকজন সহজতম যাতায়াতের জন্য এ পথটি ব্যবহার করছেন।
সোমবার হঠাৎ ব্রাক্ষণখোলা খানবাড়ির সামনে বর্ষার পানির চাপে সড়কটি ভেঙ্গে গেলে মানুষ ভোগান্তিতে পড়েন। স্থানীয় বাসিন্দা মো. সোহেল খান জানান, এই পরিস্থিতিতে এলাকার মানষ চলাফেরা করতে পারছেন। কোন প্রকার অটোরিক্সা কিংবা মোটরসাইকেল আসা যাওয়া করতে পারছেনা। বিশেষ করে স্কলের কোমলমতি শিক্ষার্থী ও মসজিদের মসল্লিরা দূর্ভোগে পড়েছেন। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে স্থানীয় জনপ্রতিনিধিদের সড়ক মেরামতের জন্য সুদুষ্টি কামনা করেছেন। স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ বলেন, আমি বিষয়টি আমি জানিনা। আমি খোজ নিয়ে বিষয়টি দেখছি।
তন্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী আকবর জানান, সড়ক ভেঙ্গে যাওয়ার বিষয়ে আমি বিকালে জানতে পেরে স্থানীয়দের সাথে কথা বলেছি। ইউএনও স্যারের সাথে এ ব্যাপারে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ