সর্বশেষ:-
ভেড়ামারায় জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির দায়ে দু’জনকে অর্থদন্ড
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:৪৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।।
ভেড়ামারা উপজেলার পৌরসভার মধ্যে রেল বাজার মাছের আড়তে মানবদেহের জন্য ক্ষতিকর বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির অপরাধে মোঃ কুব্বাত (৩৮) ও মোঃ বাপ্পি (৪২) নামের দুইজন মাছ বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন ভেড়ামারা রেল বাজারের মাছের আড়তে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট মোঃ আনোয়ার হোসাইন বলেন, মৎস ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর ৩১ ধারায় রেল বাজার মাছের আড়তে অভিযান চালিয়ে মাছ ব্যবসায়ী মোঃ কুব্বাত ও মোঃ বাপ্পি কাছ থেকে চিংড়ি জব্দ করা হয় এবং দু’জনকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মাছগুলো বাজার কিমিটির নিকট জমা রাখা হয়।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোছাঃ শাম্মী শিরিন ও ভেড়ামারা থানার পুলিশ থানার পুলিশ সদস্য, আনসার সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ