ফের আইজিপি পদে মেয়াদ বাড়ল চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের
- আপডেট সময়- ০৪:০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক।।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল।
শুক্রবার(৫ জুলাই) দুপুরে জনপ্রশাসন মন্ত্রলায় থেকে এ ব্যাপারে একটি প্রজ্ঞাপণ জারি করা হয়েছে।
এর আগেও বর্তমান আইজিপি মেয়াদ বাড়িয়ে এক বছর ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ২০২২ সালের ২২ সেপ্টেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান। এরপর ২০২৩ সালের ১২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১১ জুলাই ২০২৪ পর্যন্ত এক বছর ছয় মাস মেয়াদে তাকে আবারও চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
আগামী ১২ জুলাই থেকে নতুন আইজিপি নিয়োগ দেওয়া নিয়ে বেশ কিছুদিন ধরে নানা জল্পনা কল্পনা চলছিল সকলের মাঝে।তবে সকল জল্পনা কল্পনার অবসানে পর বর্তমান আইজিপির মেয়াদই ফের এক বছর বাড়ানো হলো।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রিধারী লাভ করেন। তিনি ব্যক্তিগত জীবনে দুই ছেলে ও এক মেয়ের পিতা। তার স্ত্রী ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক পদে দায়িত্ব পালন করছেন।
বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯৮৬ তথা অষ্টম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) পুলিশ হিসেবে যোগ দেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
২০২০ সালের ১৫ এপ্রিল থেকে তিনি র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালের মে মাসে তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এরও আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজির দায়িত্বে ছিলেন।
এ ছাড়াও আবদুল্লাহ আল-মামুন পুলিশ সদর দপ্তর, মেট্রোপলিটন পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং বিভিন্ন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘ শান্তি মিশনে কাজ করার মাধ্যমে তিনি বিশ্ব শান্তিরক্ষায় অসামান্য অবদান রেখেছেন।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বাহিনীতে সততা নিষ্ঠা এবং চৌকস অফিসার হিসেবে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) ও দুইবার বাংলাদেশ পুলিশ পদকে (বিপিএম) ভূষিত হন।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ