সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আবহাওয়া ও জলবায়ু, দূর্নীতি দমন কমিশন(দুদক), দেশজুড়ে, নকলা, নারী ও শিশু, শেরপুর
নকলায় জঙ্গিবাদ ও মাদকাসক্ত প্রতিরোধে সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৭:১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে

নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলায় জঙ্গিবাদ ও মাদাসক্তি প্রতিরোধে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট আব্দুল্লাহ আল খায়রুম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ।
জঙ্গিবাদ ও মাদাসক্তি প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে জেলা ও উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশ গ্রহনে একক ও দলীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশন এবং শিশুদের কবিতা আবৃত্তির মাধ্যমে এই অনুষ্ঠানটিকে সার্থক করে তুলা হয়।
এসময় জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট আব্দুল্লাহ আল খায়রুম’র স্ত্রী স্বপরিবারে উপস্থিত ছিলেন, স্বপরিবারে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট জেবুন নাহার, সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা, জেলা পরিষদের সদস্য ছানোয়ার হোসেন, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, নকলা প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসাইন, ও নকলা প্রেস ক্লাবের সকল নেতৃবৃন্দ সহ জেলা ও উপজেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারী ও শিল্পীগন, বিভিন্ন এলাকা থেকে আগত নানান পেশাশ্রেণির অগণিত দর্শক শ্রুতা উপস্থিত ছিলেন।