কন্যাশিশু হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পিতা গ্রেফতার
- আপডেট সময়- ০৪:৩২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা পুলিশের অভিযানে নিজ কন্যাশিশু হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছমির মিয়াকে (৩৩) ১৩ বছর পর গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১২ই জুলাই) রাতে গোপন তথ্যের ভিত্তিতে থানার এসআই মহাদেব বাছাড় এর নেতৃত্বে এসআই মো. নাজমুল হক, এসআই অনিক রঞ্জন ও শমসেরনগর ফাঁড়ি পুলিশের সহযোগিতায় পাশ্ববর্তী উপজেলা শ্রীমঙ্গলে আওতাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক ছমির মিয়া কমলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত কবির মিয়ার ছেলে।
জানা যায়, বিগত ২০১১ সালে রামচন্দ্রপুর এলাকায় স্ত্রীর সাথে ঝগড়া করে নিজের তিন বছরের শিশু কন্যা ফাহিমাকে বাড়ির পাশে ধলই নদীতে ফেলে দিয়ে হত্যা করে ঘাতক পিতা ছমির মিয়া।
এ ঘটনায় নিহত শিশুর মা রুবি বেগম বাদী হয়ে ঘাতক স্বামী ছমিরের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। ঘটনার পর থেকেই ছমির মিয়া আত্মগোপনে চলে যায়। গতকাল শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে দীর্ঘ ১৩ বছর পর খুনি ছমির মিয়াকে পুলিশ আটক করতে সক্ষম হয়।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, আসামী ছমিরকে শনিবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ