পুলিশে বড় রদবদল, ৪০ কর্মকর্তার বদলি-পদায়ন
- আপডেট সময়- ০৯:১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ৮২ বার পড়া হয়েছে
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
অনলাইন ডেস্ক রিপোর্ট।।
বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল আনা হয়েছে। তিনটি আলাদা আলাদা প্রজ্ঞাপনে একযোগে ৪০ বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের বদলি-পদায়ন করা হয়েছে।পুলিশ বাহিনীর ৪০ ঊর্ধ্বতন কর্মকর্তার মধ্যে একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি), সাতজন উপ-পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি), ১৭ জন অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) এবং ১৫ জন পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তা রয়েছেন।
রবিবার (২৩ জুন) রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত আলাদা তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি সুপার নিউমারারি) কৃষ্ণ পদ রায়কে ঢাকায় পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।
বদলি হওয়া অন্য কর্মকর্তাদের মধ্যে ৯ জন উপ-মহাপরিদর্শক (ডিআইজি), ১৫ জন অতিরিক্ত ডিআইজি এবং ১৫ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ