সর্বশেষ:-
খুশকি থেকে চিরতরে মুক্তি পাওয়ার ঘরোয়া টিপস্
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:১২:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
ঋতম্ভরা বন্দোপাধ্যায় , কলকাতা।।
বেশিরভাগ সময়ই আমাদের চুল রুক্ষ শুষ্ক হয়ে নষ্ট হয়ে যায়, খুশকির থেকে সমস্যা , চুল পড়তে থাকা , আর নয়তো চুল ঝড়তে থাকা। আমাদের চুলের জন্য যত্ন করতে গেলে নিয়ম মানলেই সেটিই হয়ে যায়। চুলে হাজার রকম ঝামেলা , তবে তার মধ্যে পড়লেও কিন্তু ব্যবহার করুন বিভিন্ন ধরনের ঘরোয়া খাবার জিনিস দিয়ে হেয়ার প্যাক বানানো যা চুল কে যত্ন রাখার সঠিক উপায় বার করবে। আমাদের চুলে খুব খুশকি হয় সবার। এই খুশকি নাজেহাল করে দেয় মাথা চুলকিয়ে পাগল করে দেয়। খুশকি একটা জীবানু যেটা আমাদের স্ক্যাল্প কে নষ্ট করে এই খুশকি একধরনের পোকা যারা আমাদের চুলের গোড়া নষ্ট করে। সত্যিই তাই এ খুশকির জন্য যে কি করা যায় বুঝে ওঠা যায় না! চুলের প্রকৃত সৌন্দর্য এর রহস্য হলো ধৃতকুমারী যেটা চুলের স্ক্যাল্পে লাগালে সাথে সাথে খুশকি চলে যায়। এ ছাড়াও আমরা চুলে আরো অনেক কিছু ঘরোয়া জিনিস নিয়ে প্যাক বানিয়ে লাগাতে পারি যেগুলো তে আমাদের চুল খুশকি থেকে মুক্তি পেতে পারে সেটি হলো দই, শশার জল , কেশশতি পাউডার আর পাতিলেবু। দইয়ের মধ্যে শশার জল দিয়ে দিন কিছুটা নিয়ে তারপর ওর মধ্যে কেশশতি পাউডার দিয়ে তবে তিনটে জিনিস কে একসাথে মিশিয়ে পাতিলেবু দিয়ে চুলের স্ক্যাল্পে ভালো করে দিয়ে চুলের ভেতর ভেতর করে লাগান তবে খুশকি মরবে। তবে আমরা সবাই আরেক টা উপায় ও খুশকি তাড়াতে পারি সেটি হলো বেশি করে জল খেয়ে আর সবসময় চুল আঁচড়ে। এ ছাড়া দিনে একদিন তেল লাগিয়ে পরের দিন শ্যাম্পু করা যায় তাহলেই চুল থেকে খুশকি তাড়ানোর আরেক টা উপায় করলে ঠিক থাকবেন। অবশ্য সবাই জানেন চুলের জন্য খাদ্য হলো তেল, যত বেশি লাগাবেন চুল ও ভালো থাকবে এতে আর এতে চুল ও খুশকি থেকে মুক্তি পাবে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ