সর্বশেষ:-
ফরিদপুরে মানবাধিকার কর্মীকে হত্যার চেষ্টা
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:২১:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে
ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া বাজার সংলগ্ন স্থানে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক এন্ড কনজুমার প্রোটেকশন লিগ্যাল রাইট ফাউন্ডেশন IHRJS & UCPLRF ফরিদপুর জেলা শাখা কমিটি এর উপদেষ্টা রেজাওয়ান হোসেন উপর সন্ত্রাসীরা হত্যা চেষ্টা উদ্দেশ্য হামলা চালিয়েছে।
গত বুধবার (১৯ জুন) বিকাল সাড়ে তিনটার দিকে ইছাহাক মাতুব্বরের নেতৃত্বে
রইচ মাতুব্বর , কবির মোল্যা, মধ্যযুগী কায়দায় পূর্বপরিকল্পিতভাবে লোহার রড ও হাতুড়ি দিয়ে হত্যার উদ্দেশ্য শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে,পরবর্তীতে মোটরসাইকেল এ থাকা হেলমেট দিয়ে মাথায় আঘাত করে নাক কান ফাটিয়ে দেয়। এসময় তার ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে তারা দ্রুততম সময়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত রেজওয়ান হোসেনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।অবস্থা বেগতিক দেখে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পিজি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
ঘটনার দিন রেজওয়ান আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক এন্ড কনজুমার প্রটেকশন লিগ্যাল রাইট ফাউন্ডেশন IHRJS & UCPLRF
ফরিদপুর জেলা শাখা উদ্যোগে মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে, নিজ উপজেলা সালথায়, মোটরসাইকেল জোগে যাওয়ার পথে। মাঝারদিয়া বাজার সংলগ্ন এলাকায় পৌছলে পূর্বে থেকে ওতপেতে থাকা রইচ মাতুব্বর কবির মোল্যা,ইসাহাক মাতুব্বরের নেতৃত্বে অজ্ঞাত লোকজন মধ্যযুগীয় কায়দায় তার উপর বর্বরচিত হামলা চালায়।একপর্যায়ে হেলমেট দিয়ে মাথায় আঘাত করে,তার ব্যবহত মোটরসাইকেল ভাঙচুর করে পকেটে থাকা ১৩হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে সালথা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে, ঘটনায় স্থলে সার্কেল এসপি,ওসি ফায়েজুর রহমান, পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালেও অপরাধীরা পালিয়ে যায়।
এ ঘটনায় সালতা থানার ওসি ফায়েজুর রহমানকে একাধিক বার ফোন করেও পাওয়া যায়নি, তিনি ফোন ধরেনি, তবে তদন্ত অফিসার আব্দুল বাসেত জানিয়েছেন অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা এন্ড ইউনাইটেড কনজুমার প্রটেকশন লিগ্যাল রাইট ফাউন্ডেশন IHRJS & UCPLRF ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডক্টর আলী আকবর হোসেন জানিয়েছেন, আমরা কোথায় বসবাস করছি, একজন মানবাধিকার কর্মী নিরাপদ নয়, সেখানে সাধারন জনগনের অবস্থা কি সেটা সাংবাদিকরাই ভালো জানেন। পাশাপাশি অপরাধীদেকে দ্রুততম সময়ে আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কঠোরতম শাস্তির দাবি জানান।