সর্বশেষ:-
টেকনাফে র্যাবের অভিযান : ৮০হাজার ইয়াবা সহ আটক-২

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৮:০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজার টেকনাফের মহেশখালিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযানে নিষিদ্ধ বিপুল পরিমাণে ইয়াবা সহ দুই মাদক কারবারি আটক করেছে র্যাব-১৫।
র্যাব-১৫, কক্সবাজার এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বদ্ধ পরিকর। দেশব্যাপী মাদকের বিস্তাররোধসহ সমাজে বিরাজমান নানাবিধ অপরাধ দমন ও অপরাধের সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
র্যাবের ক্রমাগত মাদক বিরোধী অভিযান এবং চলমান গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন মহেশখালিয়াপাড়া ঘাট মেরিন ড্রাইভ এলাকায় কতিপয় ব্যক্তি ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গত ২৬ জুন অনুমান ১৬.৪০ ঘটিকায় র্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে মাদক কারবারিরা পলায়নের চেষ্টাকালে মো অছিউল্লাহ এবং মোঃ ছব্বির আহম্মদ নামে দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারীরা তাদের সাথে থাকা অপর এক সহযোগীর নাম-ঠিকানা প্রকাশ করে এবং সে র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে দ্রুত পালিয়ে যায় ।এ সময় আটককৃতদের কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৮০হাজার পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,মোঃ অছি উল্লাহ(৩৭)(রোহিঙ্গা), এফসিএন নং-১০৪৭৮৬, পিতা-মৃত সুলতান আহমেদ, মাতা-মোসাঃ সোনা মেহের, সাং-ক্যাম্প-০৯, ব্লক-এইচ/২৪, বালুখালী, পালংখালী ইউনিয়ন, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।অপরজন মোঃ ছব্বির আহম্মদ(৩৯), পিতা-মোঃ হাকিম আলী, মাতা-মোছাঃ হালিমা খাতুন, সাং-ডেগিলারবিল(হাকিম আলী বাড়ী), ৫নং ওয়ার্ড, সাবরাং ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
জানা গেছে, গ্রেফতারকৃত মাদক কারবারীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পাশ্ববর্তী সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে নিজেদের হেফাজতে মজুদ করতো। পরবর্তীতে তা স্থানীয় এলাকা ও কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে তাদের নির্ধারিত এজেন্টদের মাধ্যমে বিক্রয় উদ্দেশ্যে মাদক সেবনকারীদের নিকট পৌঁছে দিতো। একই সাথে তারা দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার করতো অভিনব পদ্ধতিতে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ