সর্বশেষ:-
গাইবান্ধায় খনিজ আহরণে জমির ইজারা পেল অস্ট্রেলিয়ান কোম্পানি
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:১৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ
উত্তরের জনপদ গাইবান্ধা জেলার যমুনা ও ব্রহ্মপুত্র নদের তীরবর্তী চরাঞ্চলে প্রাপ্ত ৫ ধরনের খনিজ পদার্থ আহরণে ৭৯৯ হেক্টর জমির ইজারা পেয়েছে অস্ট্রেলিয়ান কোম্পানি ‘এভারলাস্ট মিনারেলস লিমিটেড’।
বৃহস্পতিবার খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) মহাপরিচালক আব্দুল কাইয়ুম সরকার স্বাক্ষরিত পত্রে অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান এভারলাস্ট মিনারেলস লিমিটেড কে ২৮টি শর্তে ইজারা দেন।
ইজারার চুক্তি অনুযায়ী, গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার যমুনা ও ব্রহ্মপুত্র তীরবর্তী ৭৯৯ হেক্টর চরাঞ্চল থেকে মূল্যবান ভারি খনিজ পদার্থ জিরকন, রুটাইল, গার্নেট, ম্যাগনেটাইট ও ইলমেনাইট আহরণ করা হবে।
পরিবেশ সুরক্ষিত রেখে ইজারা চুক্তির ২৮টি শর্ত মেনে প্রতি তিন মাস পর পর আহরিত খনিজের রয়্যালিটি সরকারকে দেবে এভারলাস্ট মিনারেলস লিমিটেড।
তারা আগামী ১০ বছর এই এলাকা থেকে ৫ ধরনের খনিজ পদার্থ আহরণ করতে পারবে বলে জানিয়েছেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ