মাসদাইরে বহুতল ভবনের পাশে অজ্ঞাত যুবকের লাশ
- আপডেট সময়- ০৪:৫০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪ ৮২ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর সড়কে এনএস টাওয়ারের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ জুন) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন মাসদাইরস্থ শেরে বাংলা রোডের এনএস টাওয়ারের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, স্থানীয়দের কাছে খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।তবে নিহতের কোন পরিচয় মেলেনি।
এ বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম ‘দৈনিক সমকালীন কাগজ’কে জানান, ঘটনাস্থলের স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে শহরের মাসদাইরস্থ শেরে বাংলা রোডের বহুতল ভবন এনএস টাওয়ারের সামনে থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের আনুমানিক বয়স ৪৫ বছর বয়স।
নিহত যুবক সাদা লাল স্ট্রাইপ গেঞ্জি ও কালো রঙের ফুল প্যান্ট পরিহিত ছিলো। তবে নিহতের শরীরের কোথাও কোন ধরনের আঘাত বা ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি বলেও তিনি নিশ্চিত জানিয়েছেন।
তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে বলে তিনি জানান। এখন পর্যন্ত নিহতের পরিচয় মেলেনি,কেউ এসে সনাক্ত সহ খোঁজ খবর করেনি। তবে আমারা নিহত ওই যুবকের পরিচয় প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি ।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ