না’গঞ্জে স্কুলছাত্রীর অর্ধগলিত বস্তাবন্দী লাশ উদ্ধার

- আপডেট সময়- ০৬:৪৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে

ছবি: সিদ্ধিরগঞ্জে ময়লার স্তূপে স্কুলছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার
স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বপ্না আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ মে) বিকেলে (নাসিক) ৭ নম্বর ওয়ার্ডের কদমতলীর একটি পরিত্যক্ত ময়লার স্তুপ থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।
সূত্রে জানা গেছে, নিহত স্কুলছাত্রী স্বপ্না আক্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে। সে আদমজী এমডব্লিউ স্কুলের ৮ম অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রী ছিলেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন,নাসিক কদমতলী এলাকার একটি পরিত্যক্ত ময়লা স্তুপে ফেলে রাখা একটি বস্তা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বস্তাটি খুলে এক স্কুলছাত্রীর মরদেহ দেখতে পায়। পরে তারা বিষয়টি থানায় অবহিত করেলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে নিয়ে আসে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ৩০ এপ্রিল থেকে ওই স্কুলছাত্রী নিখোঁজ ছিলেন। তবে মৃত্যুর কারন এখনো কিছুই বলা সম্ভব হচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ