নারায়ণগঞ্জে কোটি টাকার ইয়াবা সহ আটক ১
- আপডেট সময়- ০৭:৪২:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ষাট হাজার পিস নিষিদ্ধ ইয়াবাসহ ১জনকে আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকা।
রোববার(১২ মে) বিকাল ৩টার দিকে সোনারগাঁও উপজেলার মেঘনাঘাট টোলপ্লাজা সংলগ্ন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স জব্দ করা হয়। গাড়ি থাকা অপর আরেকজন সুকৌশলে পালিয়ে গেলেও, আটক করা হয়েছে ১ জনকে।
জানা গেছে,আটককৃত আসামি মো. ইসহাক,পিতা- মো. কামাল হোসেন, টেকনাফ উত্তর নীলা আমতলী এলাকার বাসিন্দা।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান,নিষিদ্ধ মাদক দ্রব্য বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি অ্যাম্বুলেন্স টেকনাফ থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা টোল প্লাজাসংলগ্ন চেকপোস্টে আমরা অবস্থান নেই। পরবর্তীতে সন্দেহজনক অ্যাম্বুলেন্স তল্লাশি করে অক্সিজেন সিলিন্ডারের ভেতরে থাকা নিষিদ্ধ ষাট হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ১জনকে আটক করতে সক্ষম হই, এসময় সুকৌশলে অপর আরেকজন পালিয়ে যায়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকারও বেশি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ইসহাক জানায়, এ ধরনের পদ্ধতি অবলম্বন করে আরও একাধিকবার মাদক সাপ্লাই করা হয়েছে বলে স্বীকার করেন।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ