নারায়ণগঞ্জ কোর্ট প্রাঙ্গণে মাদকদ্রব্য ধ্বংসকরণ চুল্লীর উদ্বোধন
- আপডেট সময়- ০৪:০৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪ ১৭৫ বার পড়া হয়েছে
কোর্ট প্রতিনিধি,না’গঞ্জ।।
নারায়ণগঞ্জ জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির উদ্যোগে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সার্বিক বাস্তবায়নে জেলার আদালত প্রাঙ্গণে মাদকদ্রব্য ধ্বংসকরন ২টি চুল্লীর উদ্বোধন করা হয়েছে।
মাদকদ্রব্য মানুষের মেধা-মনন ও সৃষ্টিশীলতাকে ধ্বংস করে দেয় এবং পরিবার, সমাজ ও সভ্যতাকে ধ্বংস করে দেয়’ এ স্লোগানকে সামনে রেখেই বুধবার (১৭ জানুয়ারি ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্ট প্রাঙ্গণে মাদক মামলায় জব্দ বিভিন্ন ধরনের মাদকের আলামত ধ্বংসে ২টি ধ্বংসকরণ চুল্লির উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক।
বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌসুমি বাইন হীরা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মামুন, এডিশনাল এসপি (প্রসিকিউশন) আব্দুল্লাহ আল মাসুদ,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সানজিদা সরওয়ার,শামসাদ বেগম,মো. কাউছার আলম,মো. ইমরান মোল্লা,কাজী মোহাম্মদ মোহসেন,নুসরাত সাহারা বিথী, মোহাম্মদ সামছুর রহমান,মো: নূর মহসিন,শাফিয়া শারমিন প্রমূখ।
এ সময় মাদক ধ্বংস কমিটি কর্তৃক ৫৬হাজার ৬শত ১২ পিস ইয়াবা, ৯শ ৯৬ পুরিয়া হেরোইন, ১০ কেজি ৮২ গ্রাম ও ২শ ১৩ পুরিয়া গাঁজা, ৬শ ৬২ বোতল ফেন্সিডিল, ৭ টি বিভিন্ন ব্রান্ডের মদ, ৪৮টি কার্টুনে ৩হাজার ৫শ ৩৬ বোতল ভেজাল ভেষজ সামগ্রী ধ্বংস করা হয়।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ