সর্বশেষ:-
স্বনামধন্য সিটি গ্রুপ-সময় টিভির চেয়ারম্যান ফজলুর রহমান আর নেই!

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৩:১৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ৫৯৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।।
দেশের স্বনামধন্য বিশিষ্ট ব্যাবসায়ী শিল্পপতি সিটি গ্রুপের চেয়ারম্যান ও সময় টিভির চেয়ারম্যান ফজলুর আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সোমবার (২৫ ডিসেম্বর) ভোর আনুমানিক চারটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ স্বনামধন্য শিল্পপতি। মৃত্যুকালীন তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ফজলুর রহমান বেসরকারি টিভি চ্যানেল সময় টিভিরও চেয়ারম্যান ছিলেন।
সোমবার বাদ আসর গেন্ডারিয়া ধুপখোলা মাঠে তার জানাজা হওয়ার কথা মরহুমের পরিবার সূত্রে জানা গেছে।
সিটি গ্রুপ বাংলাদেশের একটি বৃহত্তম স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান। ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে সিটি অয়েল মিলস নামে সরিষার তেল উৎপাদন কোম্পানি হিসাবে নিজেদের প্রথম কার্যক্রম শুরু করে। ফজলুর রহমানের হাত ধরেই দীর্ঘ যাত্রা শুরু করা সিটি অয়েল মিলের প্রথম প্রকল্পটি অত্যন্ত ব্যবসা সফল হওয়ার ফলে গ্রুপটি নতুন ক্ষেত্রে বিনিয়োগ করা শুরু করে।
৯০ দশকের গোড়ার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসব প্রকল্প হাতে নেওয়া হয়। খুব দ্রুত বাড়তে থাকে কোম্পানিটির বিভিন্ন প্রতিষ্ঠানের শাখা-প্রশাখা ও উৎপাদন কার্যক্রম। পরে মুদ্রণ ও প্যাকেজিং, শিপিং, শক্তি এবং জ্বালানি খাত, শেয়ার এবং সিকিউরিটিস, বীমা, মিডিয়া, স্বাস্থ্যসেবাসহ নানা খাতে বিনিয়োগ করে এ কোম্পানিটি।
বর্তমানে শিল্পগোষ্ঠীটির অধীন রয়েছে ৪০টির বেশি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে কাজ করে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রায় ২৫/৩০ হাজার মানুষ। অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি কোম্পানিটির তৈরি আটা, ময়দা,সূজি ও তেলসহ নানা ভোগ্য পণ্য যাচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, মালয়েশিয়া, ভারত, নেপাল ও কম্বোডিয়ায় সহ আরো অনেক দেশে। দেশের আর্ত সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন এবং ভোগ্য পন্য সর্বরাহ করে দেশে চাহিদা পূরন করে বিদেশে রপ্তানি করে দেশকে সমৃদ্ধ করছে। তিনি স্বাস্থ্য খাতে সেবার আওতায় আনতে উন্নত চিকিৎসা নিতে আজগর আলী হাসপাতাল নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ