কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযানে অভিযুক্ত ১৭ আসামি গ্রেফতার
- আপডেট সময়- ০৬:৫৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩ ৪৫৪ বার পড়া হয়েছে
এম জি রাব্বুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি।।
কুড়িগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম দায়িত্বভার গ্রহণের পর থেকে এ জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন। একজন সুদক্ষ এবং স্মার্ট পুলিশ সুপার হিসেবে ইতিমধ্যেই এলাকার নাগরিক সমাজের কাছে প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছেন তিনি। শুধু তাই নয়, নির্দিষ্ট দায়িত্ব পালনের পাশাপাশি এরই মধ্যে তিনি কিছু ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। জেলার বিভিন্ন স্থানে যেমন নদীর ঘাটের পাশে, চায়ের দোকানের সামনে যাতায়াত কারী পথচারীদের বসার স্থানে লিটল ফ্রী লাইব্রেরী স্থাপন করে সেখানে বই পড়ার সুযোগ করে দিয়েছেন। এছাড়াও বর্তমানে সবুজ করি কুড়িগ্রাম প্রতিপাদ্যে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ করে সকলের কাছে প্রশংসিত হয়েছেন।
ব্যতিক্রমী বিভিন্ন শিক্ষামূলক উদ্যোগের পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলার প্রতিটি থানায় নিয়মিত তদারকি করছেন। যার ফলশ্রুতিতে প্রতিদিনই কোনো না কোন অপরাধী আইনের আওতায় নিয়ে আসছে।
এদিকে নিয়মিত পুলিশি অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে ০৪ জন (কুড়িগ্রাম-০১, রাজারহাট-০১, উলিপুর-০১, ভূরুঙ্গামারী-০১), সিআর ওয়ারেন্ট মূলে ০২ জন (রাজারহাট-০১, ভূরুঙ্গামারী-০১), নিয়মিত মামলায় গ্রেফতার ০৬ জন (নাগেশ্বরী-০৩, ভূরুঙ্গামারী-১, রৌমারী-০২), পূর্বের মামলায় ০৩ জন (উলিপুর-০১, চিলমারী-০১, কচাকাটা-০১), ১৫১ ধারায় ০১ জন (কচাকাটা), ৩৪ ধারায় ০১ জন (কুড়িগ্রাম) সহ মোট ১৭ জন আসামী গ্রেফতার করে।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তিনবিনষ্ট কারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর টিম কুড়িগ্রাম জেলা পুলিশ।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ