সর্বশেষঃ
মাস্ট উইন’ ম্যাচে কানাডাকে বিধ্বস্ত করে নকআউটে অস্ট্রেলিয়া
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৫৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩ ৯৬ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক।।
‘মাস্ট উইন’ ম্যাচে কানাডাকে বিধ্বস্ত করে নারী বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্ব নিশ্চিত করল স্বাগতিক অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে হেইলি রাসোর জোড়া গোলে কানাডাকে ৪-০ ব্যবধানে হারায় আসরের সহ-আয়োজকরা। একই গ্রুপ থেকে অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ ষোলোতে স্থান করে নিয়েছে নাইজেরিয়া।
নকআউটে খেলতে নামা মরিয়া অস্ট্রেলিয়ার নারী আগ্রাসী লড়াইয়ের সামনে দাঁড়াতেই পারেনি অলিম্পিক চ্যাম্পিয়ন কানাডা। এই জয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠলো স্বাগতিক অস্ট্রেলিয়া। এর ফলে পরের রাউন্ডে ইউরোপীয় চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পাস কাটানোর দারুণ সুযোগও সৃষ্টি হয়েছে স্বাগতিকদের জন্য।
একই দিন ব্রিজবেনে অনুষ্ঠিত গ্রুপের অপর আরেক ম্যাচে ইতোমধ্যে ছিটকে যাওয়া আয়ারল্যান্ডের সঙ্গে গোল শুন্য ড্র করে দ্বিতীয় স্থান নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে নাইজেরিয়ানরা।
টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় ছাড়া উপায় নেই, এমন একটি কঠিন সমীকরণের চাপ নিয়ে আজ মেলবোর্নে কানাডার বিপক্ষে মাঠে নামেন অস্ট্রেলিয়ার নারীরা। কারণ আগের ম্যাচে ৩-২ গোলে নাইজেরিয়ার কাছে হেরে গিয়েছিল স্বাগতিক এ দলটি। পরে প্রায় ২৮ হাজার দর্শকের সমর্থনে দারুনভাবে পরিস্থিতি সামাল দেয় স্বাগতিক দল।
ম্যাচের নবম মিনিটের মাথায়ই গোল করে অস্ট্রেলিয়াকে এগিয়ে নিয়ে যায় রিয়াল মাদ্রিদ তারকা রাসো।এর প্রায় আধাঘন্টা পর ৩৯ মিনিটে পোস্টের একেবারে সামনে থেকে ফের গোল করে ব্যবধান দ্বিগুন করেন এ দলটি।
এদিকে বিশ্বকাপের এই আসরে দলকে টিকিয়ে রাখার লক্ষ্যে বিরতির সময় চারটি পরিবর্তন আনেন কানাডার কোচ বেভ প্রাইস্টম্যান। তবে সেটি কোনো ধরনের কাজে আসেনি। বরং প্রতি আক্রমন থেকে ৫৮ মিনিটে গোল করে স্বাগতিকদের ৩-০ ব্যবধানে এগিয়ে দেন ম্যারি ফাওলার। ইনজুরি টাইমে পেনাল্টি থেকে গোল করে কানাডার শেষ গোলটি করেন স্টেফ ক্যাটলি।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ