নিজ গ্রামে পৌঁছেছে সাঈদীর লাশ, চলছে জানাজার প্রস্তুতি

- আপডেট সময়- ০৮:৩৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ২১৫ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি।।
পুলিশ কড়া নিরাপত্তা ও পাহারায় একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর লাশ পিরোজপুরে নিজ গ্রামে পৌঁছেছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টা ৮মিনিটে সাঈদীর লাশবাহী ফ্রিজিং গাড়িটি পিরোজপুরের ইন্দুরকানী তার নিজ গ্রামে পৌঁছায়।
সংশ্লিষ্টরা জানান, প্রসাশনের নির্দেশে তার জানাজার প্রস্তুতি চলছে। তবে সময় বিষয়ে তারা কিছু জানাতে পারেনি।
এর আগে সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী। তার মৃত্যুর খবর পেয়ে রাত সাড়ে ১১টার পর থেকে শাহবাগ এলাকায় জামায়াতে ইসলামীর নেতা–কর্মীরা জড়ো হতে থাকেন।ঢাকায় জানাজার দাবিতে সারারাত লাশ নিয়ে যেতে দেননি তারা।
মঙ্গলবার ভোরে পুলিশ কঠোর অবস্থানে গেলে দলটির নেতা-কর্মীরা হাসপাতাল ও শাহবাগ এলাকা ত্যাগ করতে বাধ্য হয়। এরপর লাশবাহী অ্যাম্বুলেন্সটি পুলিশের কড়া নজরদারি ও পাহারায় নিজ গ্রাম পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হয়।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ